দুলারী দেবী ২০২১ সালে পদ্মশ্রী পান। সূত্রের খবর, তাঁর সঙ্গে নির্মলা সীতারামণের দেখা হয় মিথিলা আর্ট ইনস্টিটিউটে। তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে দুলারী দেবীর উপহার মধুবনী সিল্কের দুর্দান্ত শাড়ি। সাদা শাড়িতে মধুবনী নকশা। প্রতি বছরই বাজেটের দিনে তাঁর শাড়ি নিয়েও আমজনতার কৌতুহলের সীমা থাকে না।
১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নিজের অষ্টম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেট থেকে আমজনতার প্রত্যাশা ছিল অনেক বেশি। অনেক ক্ষেত্রেই আমূল সংস্কার চেয়েছে শিল্প মহল।
advertisement
প্রসঙ্গত, বাৎসরিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কোনও আয়কর দিতে হবে না৷ কেন্দ্রীয় বাজেটে সবথেকে বড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ নতুন কর কাঠামোয় এই সুবিধা পাবেন করদাতারা৷ ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ক্যাপিটাল গেইন ছাড়া আয়ে কোনও কর দিতে হবে না৷ এর ফলে ১২ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়ে, তাঁদের বছরে প্রায় ৮০ হাজার টাকা সাশ্রয় হবে৷ চাকুরিজীবীদের ক্ষেত্রে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না৷ কারণ ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে ছাড় পাওয়া যাবে৷