TRENDING:

‘Rising India’ Summit ‍| News18 Network: সাধারণ মানুষের অসাধারণ কৃতিত্বকে সম্মান, আজ থেকে শুরু ‘Rising India’ সামিট

Last Updated:

এই অনুষ্ঠানটি ২৯ মার্চ এবং ৩০ মার্চ নেটওয়ার্ক১৮ এর সমস্ত চ্যানেল এবং এর ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: একেবারে মাটির কাছাকাছি কাজ করে যাঁরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদান রেখেছেন, ভারতের সেই সমস্ত বীর সন্তানদের সম্মানিত করতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে News18 Network। এই কাজে নেটওয়ার্কের পাশে রয়েছে Poonawalla Fincorp Ltd।
advertisement

২৯ এবং ৩০ মার্চ এই দুদিন ধরে চলবে News18 Network-এর এই কনক্লেভ। নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে হবে অনুষ্ঠান।

কেন্দ্রীয় সরকারের বিশিষ্ট নেতা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কলা-সংস্কৃতি, খেলা, ব্যবসা এবং শিক্ষাক্ষেত্রের একাধিক প্রতিষ্ঠিত ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দেবেন। থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরাও। এই অনুষ্ঠানটি এমনভাবেই পরিকল্পনা করা হয়েছে, যাতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাঁদের মতামত বিনিময় এবং আলোচনা করতে পারেন। এর মাধ্যমে দেশের উন্নয়নে স্বার্থে নিশ্চিতভাবেই কিছু দিক নির্দেশ পাব আমরা।

advertisement

এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে "দ্য হিরোস অফ রাইজিং ইন্ডিয়া"। ভারতের অগ্রগতিতে যাঁরা নিজস্ব উপায়ে নিজেদের অবদান রেখেছেন, এমন ব্য়ক্তিদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে এনে সম্মানিত করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এ বছরের এই সম্মেলন সেই সমস্ত "সাধারণ মানুষের" অবদানকে সম্মান জানাবে, যাঁদের কাজ সমাজে কোনও না কোনও ভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে।

advertisement

এই মেগা-ইভেন্টে এমন ২০ জন নায়ককে সম্মানিত করা হবে। এমন কিছু সামাজিক প্রকল্প চালু করেছেন যা অন্যের জীবনে বিশাল পরিবর্তন এনেছে, সমাজে ইতিবাচক বদল আনছে। যাঁদের বীরত্বের কাহিনি ভারতের মননকে প্রতিফলিত করে।

পুনাওয়াল্লা ফিনকর্পের ম্যানেজিং ডিরেক্টর অভয় ভুটাদা এ প্রসঙ্গে বলেন, "পুনাওয়ালা ফিনকর্প, রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৩-এর জন্য নেটওয়ার্ক ১৮-এর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। এটা এমন একটা প্ল্যাটফর্ম যা, সাধারণ মানুষের অসাধারণ কৃতিত্বকে উদযাপন করবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই অনুষ্ঠানটি ২৯ মার্চ এবং ৩০ মার্চ নেটওয়ার্ক১৮ এর সমস্ত চ্যানেল এবং এর ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত করা হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘Rising India’ Summit ‍| News18 Network: সাধারণ মানুষের অসাধারণ কৃতিত্বকে সম্মান, আজ থেকে শুরু ‘Rising India’ সামিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল