ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এই ন্যূনতম ব্যালান্স কমানোর সিদ্ধান্ত। অর্থাৎ ১ অগাস্টের পরে যে অ্যাকাউন্টগুলি খোলা হবে, তাতে ১৫ হাজার টাকা করে রাখলেই জরিমানা এড়ানো যাবে। যদিও এই নিয়ম ৩১ জুলাইয়ের আগে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির জন্য প্রযোজ্য নয়।
advertisement
সেই সঙ্গে ন্যূনতম ব্যালান্স না রাখার জন্য যা জরিমানা হবে তার বাইরে রাখা হয়েছে স্যালারি অ্যাকাউন্ট, সিনিয়র সিটিজেন-সহ বেশ কিছু অ্যাকাউন্টকে। মেট্রো এবং আরবান ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে অবশ্য ১৫ হাজার টাকা রাখতেই হবে বলে জানা গিয়েছে। আগে এই অঙ্ক ছিল ১০ হাজার। তবে এক ধাক্কায় ন্যূনতম ব্যালান্স রাখার অঙ্ক অনেকটা কমায় স্বস্তিতে ব্যাঙ্কের গ্রাহকরা।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 12:44 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Minimum Balance in Savings Account: ৫০ হাজার টাকা নয়, গ্রাহকদের চাপে সেভিংস একাউন্টে ন্যূনতম টাকার অঙ্ক কমাতে চলেছে এই বেসরকারি ব্যাঙ্ক