এর জেরে বাচ্চাদের আধার কার্ড বানানোর প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে ৷ এর আগে বাচ্চাদের আধার কার্ডের জন্য বার্থ সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতে হত ৷ কিন্তু এখন হাসপাতালের ডিসচার্জ স্লিপের মাধ্যমে এই কাজ করা যাবে ৷
UIDAI -এর ট্যুইট-
বাল আধার কার্ড ৫ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য জারি করা হয়ে থাকে ৷ এই আধার কার্ডটি নীল রঙের হয় ৷ ৫ বছরের কম বাচ্চাদের জন্য কোনও বায়োমেট্রিক ডিটেলের দরকার পড়ে না ৷ তবে ৫ বছর বয়ে যাওয়ার পর বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক ৷ বাল আধার কার্ড তৈরির সময় বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট বা রেটিনা স্ক্যান করা হয় না ৷ কেবল ছবি দিয়ে এই কার্ড তৈরি হয়ে যায় ৷
নিকটবর্তী আধার কেন্দ্র সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে বাল আধার কার্ড তৈরি করা যেতে পারে ৷ এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিলআপ করতে হবে ৷ এই ফর্মে আপনার বাচ্চার নাম, মা-বাবার আধার নম্বর ও অন্যান্য তথ্য দিতে হবে ৷ এর সঙ্গে বার্থ সার্টিফিকেট বা হাসপাতালের ডিসচার্জ স্লিপ বা মা-বাবার যে কোনও একজনের আধার নম্বর দিতে হবে ৷
বাল আধার কার্ড বানানোর জন্য নিজের মোবাইল নম্বর ও বাচ্চার ছবি দিতে হবে ৷ এসএমএস-এর মাধ্যমে কনফার্মেশন আসার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে বাচ্চার আধার নম্বর পেয়ে যাবেন ৷ বাল আধার কার্ড বানানোর জন্য কোনও চার্জ দিতে হয় না ৷