নতুন পোর্টালে কী কী ফিচার রয়েছে দেখে নিন এক নজরে-
১. নতুন পোর্টালে তৎকাল ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) প্রসেস করতে পারবেন যাতে শীঘ্রই রিফান্ড পেয়ে যেতে পারেন ৷
২. সমস্ত আপলোড, পেন্ডিং অ্যাকশন সিঙ্গল ড্যাশবোর্ডে দেখা যাবে ৷
৩. বিনামূল্যে ITR প্রিপেরেশন সফ্টওয়্যার অনলাইন ও অফলাইন দু’ভাবেই পাওয়া যাবে ৷ এখানে ইন্টারেক্টিভ প্রশ্ন থাকবে যার মাধ্যমে করদাতার ট্যাক্স সংক্রান্ত না জানলেও সহজেই আইটিআর জমা করতে পারবেন ৷ এখানে তথ্য প্রিফিল্ড থাকবে এবং করদাতাদের ডেটা এন্ট্রির কাজ কম হয়ে যাবে ৷
advertisement
৪. করদাতাদের জন্য নতুন কল সেন্টার থাকবে যেখানে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ৷ এর পাশাপাশি টিউটোরিয়াল, ভিডিও ও চ্যাটবট লাইফ এজেন্টও থাকবে ৷
৫. নতুন পোর্টালে নয়া অনলাইন টাক্স পেমেন্ট লাগু করা হবে ৷ এবং এখানে একাধিক নতুন পেমেন্ট অপশন দেওয়া হবে ৷ এখানে নেটব্যাঙ্কিং, UPI, ক্রেডিট কার্ড ও RTGS/NEFT পেমেন্ট অপশন থাকবে ৷ করদাতা যে কোনও ব্যাঙ্কে থেকে ট্যাক্স দিতে পারবেন ৷