TRENDING:

আজ লঞ্চ হচ্ছে নতুন Income Tax পোর্টাল, কী কী সুবিধা মিলবে দেখে নিন...

Last Updated:

নতুন পোর্টালে কী কী ফিচার রয়েছে দেখে নিন এক নজরে-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অর্থ মন্ত্রকের নতুন ইনকাম ট্যাক্স পোর্টাল www।incometax.gov.in আজ লঞ্চ হতে চলেছে ৷ জানা গিয়েছে, নতুন পোর্টালে একাধিক আধুনিক ফিচার রয়েছে এবং এখানে ট্যাক্স ফাইল করা আরও সহজ হতে চলেছে ৷ এই পোর্টালটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করদাতাদের ট্যাক্স ফাইল করতে সমস্যা না হয় ৷ এতদিন পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন ও ফর্ম জমা দেওয়া হত www.incometaxindiaefiling.gov।in পোর্টালে ৷ আগে এই পোর্টালে ইনকাম ট্যাক্স রির্টান, অডিট রিপোর্ট ও অন্যান্য ফর্ম অনলাইনে জমা দেওয়ার সুবিধা মিলত ৷ যে পোর্টালটি ছিল সেটা ঠিকঠাক কাজ করত কিন্ত নির্দিষ্ট তারিখ কাছাকাছি আসতে কাজে সমস্যা দেখা দিতে শুরু করত ৷ ডকুমেন্ট আপলোড করতে বেশ মুশকিলে পড়তে হত ৷
advertisement

নতুন পোর্টালে কী কী ফিচার রয়েছে দেখে নিন এক নজরে-

১. নতুন পোর্টালে তৎকাল ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) প্রসেস করতে পারবেন যাতে শীঘ্রই রিফান্ড পেয়ে যেতে পারেন ৷

২. সমস্ত আপলোড, পেন্ডিং অ্যাকশন সিঙ্গল ড্যাশবোর্ডে দেখা যাবে ৷

৩. বিনামূল্যে ITR প্রিপেরেশন সফ্টওয়্যার অনলাইন ও অফলাইন দু’ভাবেই পাওয়া যাবে ৷ এখানে ইন্টারেক্টিভ প্রশ্ন থাকবে যার মাধ্যমে করদাতার ট্যাক্স সংক্রান্ত না জানলেও সহজেই আইটিআর জমা করতে পারবেন ৷ এখানে তথ্য প্রিফিল্ড থাকবে এবং করদাতাদের ডেটা এন্ট্রির কাজ কম হয়ে যাবে ৷

advertisement

৪. করদাতাদের জন্য নতুন কল সেন্টার থাকবে যেখানে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ৷ এর পাশাপাশি টিউটোরিয়াল, ভিডিও ও চ্যাটবট লাইফ এজেন্টও থাকবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৫. নতুন পোর্টালে নয়া অনলাইন টাক্স পেমেন্ট লাগু করা হবে ৷ এবং এখানে একাধিক নতুন পেমেন্ট অপশন দেওয়া হবে ৷ এখানে নেটব্যাঙ্কিং, UPI, ক্রেডিট কার্ড ও RTGS/NEFT পেমেন্ট অপশন থাকবে ৷ করদাতা যে কোনও ব্যাঙ্কে থেকে ট্যাক্স দিতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ লঞ্চ হচ্ছে নতুন Income Tax পোর্টাল, কী কী সুবিধা মিলবে দেখে নিন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল