TRENDING:

Data Protection Law: দোকান, রেস্তোরাঁয় আর দিতে হবে না মোবাইল নম্বর! কী বলছে কেন্দ্রের নতুন আইন?

Last Updated:

সাধারণত ভবিষ্যতে বিভিন্ন অফার অথবা বিল পাঠানোর অজুহাতেই মোবাইল নম্বর চেয়ে নেওয়া হয়৷ অনিচ্ছা সত্ত্বেও অনেকে মোবাইল নম্বর দিতে বাধ্য হন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রেস্তোরাঁয় হয়তো খেতে গিয়েছেন৷ খাওয়া দাওয়ার পরই রেস্তোরাঁ থেকে আপনার মোবাইল নম্বর চেয়ে নেওয়া হল৷ কেনাকাটা করতে গিয়েও অনেকের একই অভিজ্ঞতা হয়৷ এবার মোবাইল নম্বর চেয়ে নেওয়ার এই পদ্ধতিতেই দাঁড়ি টানতে চলেছে কেন্দ্রীয় সরকার৷
News18
News18
advertisement

কেন্দ্র নতুন যে তথ্যের সুরক্ষা আইন আনতে চলেছে, তাতে এই ভাবে মোবাইল নম্বর চেয়ে নেওয়ার পদ্ধতির উপরেই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে৷ অনেক দিন ধরেই অভিযোগ, ব্যক্তিগত মোবাইল নম্বর নিয়ে মোট অঙ্কের বিনিময়ে সেগুলি অন্যান্য সংস্থার কাছে বিক্রি করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান৷ নতুন আইনে যা কোনও ভাবেই করা যাবে না৷ ব্যক্তিগত মোবাইল নম্বরের গোপনীয়তা রক্ষা করাই এই আইনের অন্যতম প্রধান উদ্দেশ্য৷

advertisement

সাধারণত ভবিষ্যতে বিভিন্ন অফার অথবা বিল পাঠানোর অজুহাতেই মোবাইল নম্বর চেয়ে নেওয়া হয়৷ অনিচ্ছা সত্ত্বেও অনেকে মোবাইল নম্বর দিতে বাধ্য হন৷ এ ভাবে মোবাইল নম্বর চেয়ে নেওয়াকেই তথ্যের সুরক্ষার পরিপন্থী হিসেবে ধরা হবে৷ বিল পাঠানোর মতো কাজের জন্য বিকল্প পদ্ধতির কথাও বলা হয়েছে৷

নতুন আইন অনুযায়ী, কেন গ্রাহকের থেকে মোবাইল নম্বর চাওয়া হচ্ছে, কতদিন বাদে সেই মোবাইল নম্বর ডিলিট করা হবে, সেই সমস্ত তথ্যও গ্রাহককে জানাতে হবে৷ নতুন এই আইনে গোটা বিষয়টিতে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নতুন আইনে আরও বলা হয়েছে, কোনও গ্রাহক যদি মোবাইল নম্বর না দিতে চান সেক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা দোকানদার তাঁকে কোনও পরিষেবা থেকে বঞ্চিত করতে পারবেন না৷ মোবাইল নম্বরের বদলে ই মেল আইডি-তে পাঠিয়ে অথবা হাতে লেখা বিল গ্রাহককে দিতেই হবে৷ পাশাপাশি গ্রাহকদের মোবাইল নম্বর নিয়ে সেই তথ্য অন্য কোনও সংস্থার কাছে বিক্রি করার পদ্ধতির উপরেও নিষেধাজ্ঞা জারি হতে চলেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Data Protection Law: দোকান, রেস্তোরাঁয় আর দিতে হবে না মোবাইল নম্বর! কী বলছে কেন্দ্রের নতুন আইন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল