কৃষি বিশেষজ্ঞ তারাপ্রসাদ জানান সব ধরনের মাটিতে জবা ফুল চাষ করা গেলেও সুনিষ্কাশি বেলে-দোঁয়াশ মাটি এই উন্নত প্রজাতির ফুলের জন্য বেশি উপযুক্ত। তবে সার মিশিয়ে বাগান বা টবের মাটি তৈরি করলে ফুলের গুণগত মান অনেক ভাল হয়।এইজবা ফুলের চারা রোপনের জন্য আলো বাতাসপূর্ণ স্থান নির্বাচন করতে হবে। এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে। তবে এই জবার বিশেষ বৈশিষ্ট্য হল এই আমেরিকান কিংবা আফ্রিকান জবা গাছগুলো ৩/৪ ফিট হয় তার বেশি বাড়ে না।
advertisement
আরও পড়ুন: PF অ্যাকাউন্টে সুদ ট্রান্সফার করেছে সরকার, এই ৪ পদ্ধতির মাধ্যমে অবিলম্বে ব্যালেন্স চেক করুন
এই জবা চাষ করার আগে দোআঁশ মাটির সঙ্গে গোবর সার বা পাতা পচা সার , ভার্মিকম্পোস্ট মিশিয়ে দিতে হবে।একেই সঙ্গে নদীর সাদা বালি, হাড় গুঁড়ো, সিং কুচি ও হাফ চামচ সরিষার খোল মাটির সঙ্গে ভাল ভাবে মিশিয়ে দিতে হবে।জমির পাশাপাশি টবেও জবা ফুলের চারা রোপন করা যায়।
এই ফুলের চারা টবে রোপনের জন্য কম করে ১০ ইঞ্চি বা তার বড় মাটির টব বা ড্রাম ব্যবহার করতে পারেন।চারা রোপনের পরে প্রথমদিকে ঘন ঘন জল দিতে হবে।বর্তমানে দেশে প্রজাতির জবা অপেক্ষায় এই আমেরিকান, ব্যাঙ্গালোর কিংবা পুনে সহ উন্নত প্রজাতির জবা গাছ থেকে বেশি ফুল পাওয়া যায়। সেজন্য অনেকেই এই সমস্ত হাইব্রিড প্রজাতির জবা গাছের দিকেই ঝুঁকছেন। এই আমেরিকান কিংবা অন্যান্য উন্নত প্রজাতির জবার চারার দাম ৫০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয় বাজারে।।
পিয়া গুপ্তা