TRENDING:

New Business Ideas: জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা

Last Updated:

Money Making Tips: জবা ফুল চাষ করে আপনিও আয় করতে পারবেন মোটা টাকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বাড়ির অল্প জায়গায় কিংবা টবে চাষ করতে পারবেন আমেরিকান জবা। এই ছোট গাছে দেবে প্রচুর ফুল গামলা ভর্তি হয়ে যাবে ফুলে। আমেরিকান উন্নত প্রজাতির এই জবা চাষ করলেই সারা বছর গাছ ভরে উঠবে ফুলে।জবা ফুল চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন অনেক চাষিরা। বাঙালির অতি পরিচত এই ফুল রোপণের উত্তম সময় ভাদ্র-অশ্বিন। তবে আমেরিকান জবা, আপনি যে কোন সময় রোপণ করতে পারেন।
advertisement

আরও পড়ুন: এই ৫ কারণে স্টক মার্কেটে হট্টগোল, সেনসেক্স ৮৫০ পয়েন্ট কমেছে, বিনিয়োগকারীরা ৭ লাখ কোটি টাকা হারিয়েছেন

কৃষি বিশেষজ্ঞ তারাপ্রসাদ জানান সব ধরনের মাটিতে জবা ফুল চাষ করা গেলেও সুনিষ্কাশি বেলে-দোঁয়াশ মাটি এই উন্নত প্রজাতির ফুলের জন্য বেশি উপযুক্ত। তবে সার মিশিয়ে বাগান বা টবের মাটি তৈরি করলে ফুলের গুণগত মান অনেক ভাল হয়।এইজবা ফুলের চারা রোপনের জন্য আলো বাতাসপূর্ণ স্থান নির্বাচন করতে হবে। এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে। তবে এই জবার বিশেষ বৈশিষ্ট্য হল এই আমেরিকান কিংবা আফ্রিকান জবা গাছগুলো ৩/৪ ফিট হয় তার বেশি বাড়ে না।

advertisement

আরও পড়ুন: PF অ্যাকাউন্টে সুদ ট্রান্সফার করেছে সরকার, এই ৪ পদ্ধতির মাধ্যমে অবিলম্বে ব্যালেন্স চেক করুন

View More

এই জবা চাষ করার আগে দোআঁশ মাটির সঙ্গে গোবর সার বা পাতা পচা সার , ভার্মিকম্পোস্ট মিশিয়ে দিতে হবে।একেই সঙ্গে নদীর সাদা বালি, হাড় গুঁড়ো, সিং কুচি ও হাফ চামচ সরিষার খোল মাটির সঙ্গে ভাল ভাবে মিশিয়ে দিতে হবে।জমির পাশাপাশি টবেও জবা ফুলের চারা রোপন করা যায়।

advertisement

এই ফুলের চারা টবে রোপনের জন্য কম করে ১০ ইঞ্চি বা তার বড় মাটির টব বা ড্রাম ব্যবহার করতে পারেন।চারা রোপনের পরে প্রথমদিকে ঘন ঘন জল দিতে হবে।বর্তমানে দেশে প্রজাতির জবা অপেক্ষায় এই আমেরিকান, ব্যাঙ্গালোর কিংবা পুনে সহ উন্নত প্রজাতির জবা গাছ থেকে বেশি ফুল পাওয়া যায়। সেজন্য অনেকেই এই সমস্ত হাইব্রিড প্রজাতির জবা গাছের দিকেই ঝুঁকছেন। এই আমেরিকান কিংবা অন্যান্য উন্নত প্রজাতির জবার চারার দাম ৫০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয় বাজারে।।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল