TRENDING:

Network18 Q2 Revenue: নেটওয়ার্ক ১৮-এর রাজস্ব ত্রৈমাসিকে বাড়ল ২০ শতাংশ, খেলা, ডিজিটালে বিনিয়োগে বৃদ্ধি

Last Updated:

Network18 Q2 Revenue: এক বছর আগে তা ছিল ১ হাজার ৫৪৯ কোটি থেকে বেড়ে হল ১ হাজার ৮৬৬ কোটি টাকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বুধবার জুলাই সেপ্টেম্বরের কোয়ার্টার অপরেটিং রেভিনিউ প্রকাশ করল নেটওয়ার্ক এইট্টিন মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্ট৷ বছর থেকে বছর (ইয়ার টু ইয়ার) রেভিনিউ বাড়ল প্রায় ২০ শতাংশ৷ এক বছর আগে তা ছিল ১ হাজার ৫৪৯ কোটি থেকে বেড়ে হল ১ হাজার ৮৬৬ কোটি টাকা৷
advertisement

এই আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে নেট লস দাঁড়িয়েছে ৬০.৯৯ কোটি, যা আগের বছর এই একই ত্রৈমাসিকে ছিল ৩৬.৪৯ কোটি টাকা৷ কনসলিডেটেড অপরেটিং অ্যাবেড্ডা ঘুরে দাঁড়িয়ে পৌঁছেছে নেগেটিভ ২১৮ কোটি৷ আগের বছরে এই ত্রৈমাসিকে এবেড্ডা ছিল পজিটিভ ৩২ কোটি৷

নেটওয়ার্ক এইট্টিন-এর চেয়ারম্যান আদিল জয়নুলভাই, ‘ভারতীয় ক্রিকেটের স্বত্ত্ব থাকা মানে ভায়োকম ১৮-এর হাতে আছে ভারতীয় ক্রীড়া ক্ষেত্রের সবচেয়ে বড় জিনিস হাতে থাকা৷ এটি ক্রিটেক প্রেমীদের জন্য একমাত্র পছন্দ হয়ে দাঁড়িয়েছে৷ আমরা যে ডিজিটাল ট্রান্সফর্মেশনের কাজ করছি, তাতে আমাদের নতুন ধরণের বাণিজ্য কৌশল গতিপ্রাপ্ত হচ্ছে৷ আমরা এই উর্ধ্বগতি বজায় রাখতে চেষ্টা করব৷’

advertisement

নেটওয়ার্ক এইট্টিন-এর তরফে বলা হয়েছে, এবেড্ডা কমে যাওয়ার কারণ, বিভিন্ন ভার্টিকেল যেমন স্পোর্টস ও ডিজিটালে বিনিয়োগের কারণে কিছুটা এবেড্ডা পড়েছে৷ ‘এই দু’টি ভার্টিকেলে বিনিয়োগের কারণ আছে, কারণ আমরা একটি ক্রেতারদের ভিত্তি তৈরি করার চেষ্টা করছি৷ ভারতের মিডিয়া ল্যান্ডস্কেপে এত ভিড়ের মধ্যেও একটি প্রতিষ্ঠিত স্থান খুঁজে পেতে আমাদের এটা করা প্রয়োজন ছিল৷ আমরা বিনোদন ক্ষেত্রেও একটি শক্তিশালী কন্টেন্ট তৈরির চেষ্টা করছি৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এই কোয়ার্টার সংস্থা বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে৷ এই পদক্ষেপের ফলে পরবর্তীতে সংস্থার লাভের ক্ষেত্রে ফল দেখা দেবে৷ এর অন্যতম প্রধান কারণ হিসাবে উল্লেখ করা যায়, বিসিসিআই ইন্টারন্যাশনাল ও ঘরোয়া ক্রিকেটের স্বত্ব পাওয়া৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Network18 Q2 Revenue: নেটওয়ার্ক ১৮-এর রাজস্ব ত্রৈমাসিকে বাড়ল ২০ শতাংশ, খেলা, ডিজিটালে বিনিয়োগে বৃদ্ধি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল