Franklin India Bluechip Fund -
ফিরোজ আজিজ জানিয়েছেন যে, এমন ৪টি ফান্ড রয়েছে যেখানে বিনিয়োগকারীদের ২০-২০ শতাংশ টাকা লাগানো হয়ে থাকে। এমন ধরনের ৪টি ফান্ড হল Franklin India Bluechip Fund, HDFC Flexi Cap Fund, ICICI Pru Focused Eq এবং SBI Focused Eq Fund-Reg। এই ৪টি ফান্ডের প্রতিটিতেই ২০ শতাংশ করে অ্যালোকেশন সামিল রয়েছে।
advertisement
ICICI Pru US Bluechip Eq Fund -
ফিরোজ আজিজ জানিয়েছেন যে, এই ৪টি ফান্ড ছাড়াও অন্য দুই বিদেশি ফান্ড রয়েছে। এই দুটি ফান্ডে বিনিয়োগকারীরা ভারতীয় মুদ্রায় বিনিয়োগ করতে পারে এবং ডলারে রিটার্ন পেতে পারে। এর মধ্যে একটি হল Franklin India Feeder- Franklin U.S Oppor Fund। এছাড়াও আরেকটি ফান্ড হল ICICI Pru US Bluechip Eq Fund। এই দুটি ফান্ডেই ১০ শতাংশ করে অ্যালোকেশন সামিল রয়েছে।
আরও পড়ুন: দেখে নিন কোন দেশের কাছে সবচেয়ে বেশি গোল্ড রিজার্ভ রয়েছে, ভারত কত নম্বরে রয়েছে ?
PSU -
ফিরোজ আজিজ জানিয়েছেন যে, এই সকল ফান্ডের মাধ্যমে PSU ভাল করা সম্ভব। Franklin India Bluechip Fund-এর জন্য আগামী ১ বছরে প্রায় ২০.৩ শতাংশ ন্যাভের (NAV) লক্ষ্য রাখা হয়েছে। অন্য দিকে HDFC Flexi Cap Fund-এর জন্য কোম্পানির এক্সপোজার হল ৩৮ শতাংশ। এই ধরনের পলিসি পুশের কারণে এই সকল ফান্ডের PSU ভাল করার সম্ভাবনা রয়েছে।
টপ পারফর্মার ফান্ড -
ফিরোজ আজিজ জানিয়েছেন যে, ICICI Pru US Bluechip Eq Fund-এর জন্য আগামী ১ বছরে ২২.৭৬ শতাংশ ন্যাভের (NAV) লক্ষ্য রাখা হয়েছে। SBI Focused Eq Fund-Reg-এর জন্য আগামী ১ বছরে ১৮.৩ শতাংশ ন্যাভের (NAV) লক্ষ্য রাখা হয়েছে।
Franklin U.S opportunities Fund -
Franklin U.S opportunities Fund বিগত ৩ বছরে ১৯.৩ শতাংশ রিটার্ন দিয়েছে। বিগত ৫ বছরে রিটার্ন দিয়েছে ১৭.৭ শতাংশ। ICICI Pru US Bluechip Eq Fund বিগত ৩ বছরে ১৮.৩৫ শতাংশ রিটার্ন দিয়েছে। বিগত ৫ বছরে এই ফান্ড প্রায় ১৬.৯৪ শতাংশ রিটার্ন দিয়েছে।