খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায় জানিয়েছেন, এবার বিক্রি গত ১০ বছরের হিসেবকে ছাপিয়ে গিয়েছে। মোট বিক্রি হয়েছে ৩ কোটি ৮৬ লক্ষ টাকার। তাঁর দাবি, সব জেলায় খাদি মেলায় বিক্রির নিরিখে প্রথম মুর্শিদাবাদ। খাদি ঐতিহ্যের। খাদির প্রতি মানুষের এত আগ্রহ তাৎপর্যের বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: নিজেদের দুর্ভোগ নিজেরাই দূর করলেন গ্রামবাসীরা, তৈরি আস্ত বাঁশের সেতু! উপকৃত ৪০ গ্রামের বাসিন্দারা
advertisement
দেবর্ষি রায় আরও বলেন, “এই বছরে বিক্রির মাত্রা গত ১০ বছরে সর্বোচ্চ। ২ কোটি ৮১ লক্ষ টাকার বিক্রি হয়েছিল গত বছর। দশম খাদি মেলা শেষ হল এবছর। অন্যান্য বছরের থেকে এবারের খাদি মেলা অনেক দিক থেকে আলাদা ছিল। যা অতীতের খাদি মেলাতে আমরা এত দেখতে পায়নি। প্রতিবার এই মেলার কলেবর বেড়েছে। বহরমপুর-সহ মুর্শিদাবাদবাসী ও আশেপাশের অনেকে আসেন। এই মেলায় খাদি ও গ্রামীণ, হস্ত শিল্পজাত সামগ্রী নেওয়ার বিষয়ে তাঁদের ঝোঁক, তাঁদের প্রবণতা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর খাদি মেলায় ১৭৯ টি ইউনিট অংশগ্রহণ করে। মোট স্টলের সংখ্যা ছিল ১৬৯ টি । মোট ১৩ টি জেলা, পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড এবং জম্মু ও কাশ্মীর-ও খাদি মেলার সঙ্গী হয়। খাদি মেলার শেষ দিনে ভিড় উপচে না পড়লেও জমজমাট ছিল মেলা চত্বর। এদিন ক্রেতাদের উপরি পাওনা হচ্ছে ভাঙা মেলায় অনেক দামি সামগ্রীও সস্তায় বিক্রি হল। দামি শাড়ি বিক্রি হয়েছে সাড়ে ৩০০ টাকাতে।






