TRENDING:

Murshidabad Khadi Mela: ভেঙে গেল ১০ বছরের রেকর্ড! কোটি কোটি টাকার ব্যবসা মুর্শিদাবাদ খাদি মেলায়, অঙ্কটা শুনলে ঘাবড়ে যাবেন

Last Updated:

Murshidabad Khadi Mela: বহরমপুরে ব্যারাক স্কোয়ারে গত ২৬ নভেম্বর থেকে জেলা খাদি মেলা চলছিল। যা শেষ হয় ১০ ডিসেম্বর। আর এই খাদি মেলায় রেকর্ড পরিমাণ বিক্রি হল এবছর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: বহরমপুরে ব্যারাক স্কোয়ারে গত ২৬ নভেম্বর থেকে জেলা খাদি মেলা চলছিল। যা শেষ হয় ১০ ডিসেম্বর। আর এই খাদি মেলায় রেকর্ড পরিমাণ বিক্রি হল এবছর। ৩ কোটি ৮৬ লক্ষ টাকার বিক্রি করে গত ১০ বছরের রেকর্ডকে ভেঙে দিল। রাজ্যেকে পথ দেখাল মুর্শিদাবাদ জেলা ।
মুর্শিদাবাদের খাদি মেলা
মুর্শিদাবাদের খাদি মেলা
advertisement

খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায় জানিয়েছেন, এবার বিক্রি গত ১০ বছরের হিসেবকে ছাপিয়ে গিয়েছে। মোট বিক্রি হয়েছে ৩ কোটি ৮৬ লক্ষ টাকার। তাঁর দাবি, সব জেলায় খাদি মেলায় বিক্রির নিরিখে প্রথম মুর্শিদাবাদ। খাদি ঐতিহ্যের। খাদির প্রতি মানুষের এত আগ্রহ তাৎপর্যের বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: নিজেদের দুর্ভোগ নিজেরাই দূর করলেন গ্রামবাসীরা, তৈরি আস্ত বাঁশের সেতু! উপকৃত ৪০ গ্রামের বাসিন্দারা

advertisement

View More

দেবর্ষি রায় আরও বলেন, “এই বছরে বিক্রির মাত্রা গত ১০ বছরে সর্বোচ্চ। ২ কোটি ৮১ লক্ষ টাকার বিক্রি হয়েছিল গত বছর। দশম খাদি মেলা শেষ হল এবছর। অন্যান্য বছরের থেকে এবারের খাদি মেলা অনেক দিক থেকে আলাদা ছিল। যা অতীতের খাদি মেলাতে আমরা এত দেখতে পায়নি। প্রতিবার এই মেলার কলেবর বেড়েছে। বহরমপুর-সহ মুর্শিদাবাদবাসী ও আশেপাশের অনেকে আসেন। এই মেলায় খাদি ও গ্রামীণ, হস্ত শিল্পজাত সামগ্রী নেওয়ার বিষয়ে তাঁদের ঝোঁক, তাঁদের প্রবণতা।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অবিভক্ত চব্বিশ পরগনার ইতিহাস চর্চার পথিকৃৎ কালিদাস দত্তের বাড়িটি হেরিটেজ ভবন ঘোষণার দাবি
আরও দেখুন

এবছর খাদি মেলায় ১৭৯ টি ইউনিট অংশগ্রহণ করে। মোট স্টলের সংখ্যা ছিল ১৬৯ টি । মোট ১৩ টি জেলা, পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড এবং জম্মু ও কাশ্মীর-ও খাদি মেলার সঙ্গী হয়। খাদি মেলার শেষ দিনে ভিড় উপচে না পড়লেও জমজমাট ছিল মেলা চত্বর। এদিন ক্রেতাদের উপরি পাওনা হচ্ছে ভাঙা মেলায় অনেক দামি সামগ্রীও সস্তায় বিক্রি হল। দামি শাড়ি বিক্রি হয়েছে সাড়ে ৩০০ টাকাতে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Murshidabad Khadi Mela: ভেঙে গেল ১০ বছরের রেকর্ড! কোটি কোটি টাকার ব্যবসা মুর্শিদাবাদ খাদি মেলায়, অঙ্কটা শুনলে ঘাবড়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল