গত বছর আম্বানির মোট সম্পত্তির আনুমানিক মূল্য ছিল ১৮.৯ বিলিয়ন ডলার ৷ গত ১২ মাসে RIL -এর শেয়ার ২১% বৃদ্ধি হয়েছে ৷ সেপ্টম্বর মাসে ৪জি মোবাইল পরিষেবা জিও লঞ্চ করে ভারতে টেলিকম বাজারে শোরগোল ফেলে দিয়েছে রিল্যায়েন্স ৷
ভারতের সব থেকে ধনী ফার্মাসিউটিক্যাল ম্যাগনেট দিলীপ সাংভি ১৬.৯ বিলিয়ন ডলারের সম্পতি সহ রয়েছেন দ্বিতীয় স্থানে ৷ সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির শেয়ার পড়ে যাওয়ায় তার সম্পতির মূল্য কমে গিয়েছে ১.১ বিলিয়ন ডলার ৷
advertisement
তৃতীয় স্থানে রয়েছে হিন্দুজা ব্রাদার্স ৷ মোট সম্পত্তির আনুমানিক মূল্য ১৫.২ বিলিয়ন ডলার যা ২০১৫ ছিল ১৪.৮ মিলায়ন ডলার ৷ টেক জায়েন্ট আজিম প্রেমজি রয়েছেন চতুর্থ স্থানে ৷
ভারতের দশজন ধনী ব্যক্তি-
১. মুকেশ আম্বানি, ২২.৭ বিলিয়ন ডলার
২. দিলীপ সাংভি , ১৬.৯ বিলিয়ন ডলার
৩. হিন্দুজা ব্রার্দাস, ১৫.২ বিলিয়ন ডলার
৪. আজিম প্রেমজি, ১৫ বিলিয়ন ডলার
৫. পালনজি মিস্ত্রি, ১৩.৯ বিলিয়ন ডলার
৬. লক্ষী মিত্তল, ১২.৫ বিলিয়ন ডলার
৭. গোদরেজ ফ্যামেলি, ১২.৪ বিলিয়ন ডলার
৮. শিব নাদার, ১১.৪ বিলিয়ন ডলার
৯. কুমার বিরলা, ৮.৮ বিলিয়ন ডলার
১০. সাইরাস পুনাওয়ালা, ৮.৬ বিলিয়ন ডলার