ফেসবুকের পর খুব অল্প সময়ের ব্যবধানে জিও-র সঙ্গে আরও একটা বড় সংস্থার বিনিয়োগের ঘোষণায় স্বভাবতই খুশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ এদিন ট্যুইট করে জিওতে সিলভার লেক পার্টনার্সের বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন RIL চেয়ারম্যান। তিনি বলেন, ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এই বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সিলভার লেকের সুনাম রয়েছে। SLP-র অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ডিজিটাল ভারত তৈরির কাজ আরও গতি পাবে।
advertisement
জিও-তে ৫,৬৫৬ কোটি টাকার বিনিয়োগ করে ১.১৫ শতাংশ শেয়ার কিনেছে পৃথিবীর এই বৃহত্তম প্রযুক্তি বিনিয়োগ সংস্থাটি। ভারতে এটাই SLP-র প্রথমবার সবচেয়ে বড় বিনিয়োগ। এর আগে ট্যুইটার, আলিবাবা, ডেল টেকনোলজিস-সহ একাধিক বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে সিলভার লেক পার্টনার্স। করোনা পরিস্থিতির মধ্যেই জিওর সঙ্গে সিলভার লেক পার্টনার্সের এই বিনিয়োগ বড় পদক্ষেপ বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।