টাটা সংস্থায় (Tata Groups) রতন টাটার যোগদানের পর সংস্থা সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে। তাঁর আমলে টাটা সংস্থার রাজস্ব ৪০ গুণ এবং লাভ ৫০ গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু তা-ই নয়, তাঁর আরও অনেক অবদানও রয়েছে। রতন টাটার আমলেই টাটা টি টেটলি (Tetley)-কে অধিগ্রহণ করে, টাটা মোটর্স জাগুয়ার ল্যান্ড রোভার (Jaguar Land Rover)-কে অধিগ্রহণ করে। এই সবই তাঁর উল্লেখযোগ্য অবদানের মধ্যে অন্যতম। এ-তো গেল ব্যবসায়িক নৈতিকতার দিক। রতন টাটার ব্যক্তিত্বও অসাধারণ। নিজের পরোপকারী, সেবামূলক জনহিতৈষী কাজের মাধ্যমেই তিনি মানুষের মনে অচিরেই জায়গা করে নিতে পেরেছেন। ২০০০ সালে রতন টাটা পদ্মভূষণ এবং ২০০৮ সালে পদ্ম বিভূষণে ভূষিত হয়েছিলেন।
advertisement
আরও পড়ুন - কুলতলির শেখপাড়ার জঙ্গলে দক্ষিণ রায়কে ঘুমপাড়ানি গুলি, ধরা পড়ল রয়্যাল বেঙ্গল
সাফল্য আসে কঠোর পরিশ্রম, চেষ্টা এবং আত্মবিশ্বাস থেকে। আজ রতন টাটার জন্মদিন উপলক্ষে আমরা আলোচনা করব তাঁর কিছু উক্তির (Motivational Quotes by Ratan Tata) বিষয়ে। যা মানুষকে অনায়াসে অনুপ্রাণিত করবে। সেই সঙ্গে মানুষ যাতে সাফল্যের সিঁড়িতে চড়তে পারে, তার জন্যও বক্তব্য রেখেছেন রতন টাটা।
রতন টাটার উল্লেখযোগ্য উক্তি:
আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাস করি না। আমি প্রথমে সিদ্ধান্ত নিই, তার পর সেটাকে সঠিক বানিয়ে নিই।
এমন কিছু বিষয় আছে, যেগুলো আমি আবার সুযোগ পেলে অন্য রকম ভাবে করতে চাই। তবে আমি আগে কী কী করতে পারিনি, তা আমি পিছন ফিরে দেখতে চাই না।
কেউ আপনার দিকে পাথর ছুড়লে, সেই পাথরকে স্মারক বানানোর কাজে ব্যবহার করুন।
আপনি দ্রুত বেগে চলতে চাইলে একাই চলুন। আর যদি অনেক দূর যেতে চান, তা হলে সবার সঙ্গে মিলেমিশে চলুন।
যাঁরা অন্যদের নকল করে থাকেন, তাঁরা হয়তো কিছু সময়ের জন্য সাফল্য পান, ঠিকই। কিন্তু জীবনে খুব একটা বেশি এগোতে পারেন না।
লোহাকে কেউ নষ্ট করতে পারেন না। লোহার উপর পড়া মরচেই একমাত্র লোহাকে নষ্ট করে দিতে পারে। ঠিক সে ভাবেই অন্য কেউ আপনাকে নষ্ট করতে পারে না। কিন্তু আপনার মানসিকতাই আপনাকে নষ্ট করতে পারে।
জীবনে চলার পথে ওঠা-পড়া থাকতেই হবে। কারণ ইসিজি-তে যদি সোজা একটা লাইন আসে, তা হলে বুঝতে হবে, আমরা আর বেঁচে নেই।
