TRENDING:

Mother Dairy || Milk Price Hike: দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি! লিটার প্রতি নয়া দর কত? জানুন...

Last Updated:

মূল্যবৃদ্ধির বাজারে গৃহস্থকে আঁতকে দিয়ে ফের বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম। ফুল ক্রিম ও টোকেন মিল্কের দাম বাড়াল মাদার ডেয়ারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : বেড়েই চলেছে দুধের দাম। এবার মাদার ডেয়ারির দুধ খেতে গেলে খসবে আরও বেশি টাকা। সরকারি পরিসংখ্যান বলছে,ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে লাগাম পরানো গিয়েছে। তবে দুধের দাম দেখলে তা বোঝা মুশকিল। মূল্যবৃদ্ধির বাজারে গৃহস্থকে আঁতকে দিয়ে ফের বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম। ফুল ক্রিম ও টোকেন মিল্কের দাম বাড়াল মাদার ডেয়ারি।
মাদার ডেয়ারি দুধের দাম বাড়ল
মাদার ডেয়ারি দুধের দাম বাড়ল
advertisement

রবিবার দিল্লি-এনসিআর অঞ্চলে ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ১ টাকা বাড়িয়েছে মাদার ডেয়ারি। অন্যদিকে টোকেন দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছে সংস্থা। সংশোধনের পরে, মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম এখন প্রতি লিটারে ৬৪ টাকা এবং টোকেন দুধের দাম প্রতি লিটার প্রতি ৪৮ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হবে। তবে, মাদার ডেয়ারির মুখপাত্র রবিবার জানিয়েছেন, ফুল ক্রিম দুধের ৫০০ মিলি প্যাকের দামে কোনও পরিবর্তন করা হবে না।

advertisement

প্রসঙ্গত, গত অক্টোবরেই একের পর এক সংস্থা দুধের দাম বাড়িয়েছিল। মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধে প্রতি লিটারে ২ টাকা বাড়ানোর আগে আমুলও দুধের দাম বাড়িয়েছে।

আরও পড়ুন: আজ থেকে দাম বাড়ল পাউরুটির! সোমবার থেকে বাজারে নতুন দাম, দেখে নিন কত বাড়ল...

advertisement

আরও পড়ুন: 'ওপারে ভালো থাকিস'... চোখের জল, লিপস্টিক আর চন্দনে ছোটবোনকে শেষবারের মতো সাজালেন দিদি

এর আগে অগাস্টেও দুধের দাম বাড়িয়েছিল আমূল। দিল্লি-এনসিআর-এর বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা মাদার ডেয়ারি। প্যাকেট ও ভেন্ডিং মেশিনের মাধ্যমে প্রতিদিন ৩০ লক্ষ লিটারেরও বেশি দুধ বিক্রি করে। এখন মাদার ডেয়ারি আবারও দুধের দাম বাড়ায় অন্য সংস্থাগুলিও দামবৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mother Dairy || Milk Price Hike: দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি! লিটার প্রতি নয়া দর কত? জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল