TRENDING:

Stock Market: ৫০ শতাংশেরও বেশি রিটার্ন, জানুন এই স্মল-ক্যাপ ব্যাঙ্কিং স্টক নিয়ে এক ঝলকে!

Last Updated:

রিপোর্টে ব্রোকারেজ বিনিয়োগকারীদেরকে ১১৫ টাকা প্রতি শেয়ারের লক্ষ্যমাত্রার সঙ্গে এই কোম্পানির স্টক কেনার পরামর্শ দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০২২ সালের জুনের শুরু থেকে ডিসিবি ব্যাঙ্কের (DCB Bank) শেয়ারের দাম রয়েছে বেস-বিল্ডিং পর্যায়ে এবং ভালো পারফর্ম করছে না। বুধবার ডিসিবি ব্যাঙ্কের শেয়ার হিসেব প্রতি ৭৬.৮৮৫ টাকায় খোলা হয় এবং শেয়ার প্রতি ৭৩.৭৫ টাকায় বন্ধ হয়। সম্প্রতি ডিসিবি ব্যাঙ্কের উপর অ্যাক্সিস সিকিউরিটিজ একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে ব্রোকারেজ বিনিয়োগকারীদেরকে ১১৫ টাকা প্রতি শেয়ারের লক্ষ্যমাত্রার সঙ্গে এই কোম্পানির স্টক কেনার পরামর্শ দিয়েছে। পরবর্তী ১২ থেকে ১৮ মাসে ডিসিবি ব্যাঙ্কে শেয়ারে প্রায় ৫০ শতাংশ লাভ হওয়ার আশা করছে ব্রোকারেজ৷ ডিসিবি যদিও FY22-তে একটি শক্তিশালী রিকভারি পাইপলাইন এবং পরিমিত স্লিপেজের সঙ্গে বেড়িয়ে গিয়েছে।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

শেয়ার মূল্যের ইতিহাস

বুধবার ডিসিবি ব্যাঙ্কের শেয়ার প্রায় ৭৫ টাকায় ট্রেড করছিল। এর অর্থ হল এই ব্যাঙ্কিং শেয়ারে প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধির আশা করছে ব্রোকারেজ। গত ১ বছরে ব্যাঙ্কিং শেয়ারে ২০ শতাংশের বেশি পতন হয়েছে। এছাড়া গত ১ মাসে ১.৩৫ শতাংশ নেতিবাচক রিটান দিয়েছে। যদিও ৩ মাসের বিনিয়োগে শেয়ারের দাম প্রায় ৬.৪২ শতাংশ বেড়েছে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে স্টকটি ভালো পারফর্ম করেনি। ৩ ও ৫ বছরে, শেয়ারের দাম কমেছে ৬০ শতাংশেরও বেশি।

advertisement

আরও পড়ুন: সবুজ সঙ্কেত! সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর, DA বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত

ডিসিবি ব্যাঙ্কের শেয়ার মূল্যের আউটলুক সম্পর্কে বলার সময় ব্রোকারেজ বলেছে, “প্রাথমিকভাবে স্ব-নিয়োজিত বিভাগে কাজ করা সত্ত্বেও ডিসিবি সম্পদের মানের চাপকে ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে। একটি শক্তিশালী রিকভারি পাইপলাইন ও পরিমিত স্লিপেজ সম্পদের মান উন্নতিতে সহায়তা করবে। সম্পদের মানের চাপ এবং ক্রেডিট খরচ তুঙ্গে পৌঁছানোর পর ব্যালেন্স শিটে বৃদ্ধি ও রিটার্নের অনুপাতে উন্নতির কারণে ডিসিবি-র ভ্যালুয়েশন বৃদ্ধি হওয়া উচিত।“

advertisement

আরও পড়ুন: প্যান-আধার লিঙ্ক থেকে রান্নার গ্যাসের দাম, ১ জুলাই থেকে জীবনে এই ৫টি বিশাল পরিবর্তন আসছে

ডিসিবি ব্যাঙ্কের ফিনান্সিয়াল পারফরমেন্স

ডিসিবি ব্যাঙ্কের মূল ফিনান্সিয়াল পারফরমেন্সের উপর আলোকপাত করে, অ্যাক্সিস সিকিউরিটিজ একটি রিপোর্টে বলেছে, “ব্যাঙ্কের সম্পদের গুণমান বজায় রাখা এবং সংগ্রহের উন্নতির পাশাপাশি বৃদ্ধির প্রতি সতর্ক দৃষ্টিভঙ্গির কারণে এর উন্নতি হয়েছে। ম্যাক্রো স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ডিসিবি অগ্রিম এবং জমা উভয় ক্ষেত্রেই গতি বাড়িয়েছে।“

advertisement

সম্পদের গুণমান

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ব্রোকারেজ নোট অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ সম্পদের মানের চাপ আরও বৃদ্ধি করেছিল, যার ফলে স্ট্রেসড অ্যাসেট পুল থেকে স্লিপেজ হয়েছে। পুনর্গঠিত পুলটি FY21-তে ৪.১ শতাংশ থেকে বেড়ে Q2FY22-এ ৬.৮ শতাংশ হয়েছে। পুনর্গঠিত পুলটি অনেকাংশে সুরক্ষিত (৯৮+ শতাংশ) এবং এখনও পর্যন্ত সংগ্রহ ভালোভাবে ধরে রেখেছে। অর্থনৈতিক গতিবিধিও দ্রুততার সঙ্গে সংগ্রহ উন্নত করেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Stock Market: ৫০ শতাংশেরও বেশি রিটার্ন, জানুন এই স্মল-ক্যাপ ব্যাঙ্কিং স্টক নিয়ে এক ঝলকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল