এরকম একাধিক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে স্বামী ও স্ত্রী দু’জনেই এক সঙ্গে যোজনার টাকা নিচ্ছে ৷ কৃষি মন্ত্রী জানিয়েছেন, এই সমস্ত কৃষকদের থেকে যোজনার টাকা ফেরত নেওয়া হবে
আরও পড়ুন: আগামী মাসেই শুরু হতে পারে IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণ? জেনে নিন
পিএম কিষানের ১২ তম কিস্তির টাকা চলতি মাসেই কৃষকদের অ্যাকাউন্টে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ যে কৃষকদের নাম পিএম কিষান পোর্টালে আপলোড করা হবে তারাই এই যোজনার সুবিধা পাবেন ৷
advertisement
কৃষি বিভাগের মুখ্য সচিব দেবেশ চতুর্বেদী স্পষ্ট জানিয়ে দিয়েছে কিষান পোর্টালে ডেটা আপলোডের কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে করা হচ্ছে এবং শীঘ্রই ১২ তম কিস্তির টাকা ক্রেডিট করা হবে ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি সরকারের গুরুত্বপূর্ণ যোজনাগুলির মধ্যে একটি ৷ সরকার ছোট ও সীমান্ত কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করেছিল যেখানে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয় ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা পাঠানো হয় ৷
পিএম কিষানের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা হয়ে থাকে ৷ দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর, তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে জারি করা হয়ে থাকে ৷ এর আগে ১১ তম কিস্তির টাকা ৩১ মে ২০২২ জারি করা হয়েছিল ৷ শেষ কিস্তিতে মোদি সরকার দেশের ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ২১০০০ কোটি টাকা ট্রান্সফার করেছিল ৷ এবার সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ১২ তম কিস্তির টাকা যে কোনও সময় পাঠানো হতে পারে ৷
আরও পড়ুন: চলতি মাসেই পেতে পারেন DA বৃদ্ধির সুখবর,দেখে নিন কীভাবে ক্যালকুলেট করা হয় DA/DR
কী কী ক্ষেত্রে আটকে যেতে পারে পিএম কিষানের আগামী কিস্তির টাকা
যদি কোনও কৃষকের জমি তাঁর বাবা বা দাদুর নামে হয় তাহলে বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য ৷ তিনি পাবেন না ৷ এই সুবিধা নেওয়ার জন্য চাষের জমি নিজের নামে হতে হবে ৷
যদি কোনও কৃষক অন্যের জমি ভাড়ায় নিয়ে চাষ করেন তাহলে যোজনার লাভ পাবেন না ৷
কোনও প্রাতিষ্ঠানিক জমির মালিক এই যোজনার সুবিধা পাবেন না ৷
কৃষকের পরিবারের কেউ সরকারি পদে থাকলে এই সুবিধা পাবেন না ৷
চিকিৎসক, ইঞ্জিনিয়র, সিএ, এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সুবিধার আওতায় পড়েন না ৷
মাসে ১০,০০০ টাকার বেশি পেনশন পেয়ে থাকেন যে ব্যক্তিরা তারা এই সুবিধা পাবেন ৷