TRENDING:

২১ লক্ষ কৃষকদের থেকে ফেরত নেওয়া হচ্ছে টাকা, আর মিলবে না পিএম কিষান যোজনার সুবিধা

Last Updated:

কী কী ক্ষেত্রে আটকে যেতে পারে পিএম কিষানের আগামী কিস্তির টাকা-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় সুবিধাভোগীদের লিস্ট যাচাইয়ে জানা গিয়েছে উত্তরপ্রদেশের প্রায় ২১ লক্ষ কৃষকরা এই যোজনার অধীনের বাইরে পড়ছে, অথচ সুযোগ নিয়ে চলেছেন ৷ এর জেরে এই কৃষকদের অ্যাকাউন্ট থেকে পিএম কিষান যোজনার টাকা ফেরত নেওয়া হচ্ছে ৷ উত্তরপ্রদেশের কৃষি মন্ত্রী সূর্য প্রতাপ শাহি বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় মোট দুটি কোটি ৮৬ লক্ষ কৃষককে চিহ্নিত করা হয়েছে যার মধ্যে ২১ লক্ষ যোজনার আওতার মধ্যে পড়ে না ৷
advertisement

এরকম একাধিক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে স্বামী ও স্ত্রী দু’জনেই এক সঙ্গে যোজনার টাকা নিচ্ছে ৷ কৃষি মন্ত্রী জানিয়েছেন, এই সমস্ত কৃষকদের থেকে যোজনার টাকা ফেরত নেওয়া হবে

আরও পড়ুন: আগামী মাসেই শুরু হতে পারে IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণ? জেনে নিন

পিএম কিষানের ১২ তম কিস্তির টাকা চলতি মাসেই কৃষকদের অ্যাকাউন্টে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ যে কৃষকদের নাম পিএম কিষান পোর্টালে আপলোড করা হবে তারাই এই যোজনার সুবিধা পাবেন ৷

advertisement

কৃষি বিভাগের মুখ্য সচিব দেবেশ চতুর্বেদী স্পষ্ট জানিয়ে দিয়েছে কিষান পোর্টালে ডেটা আপলোডের কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে করা হচ্ছে এবং শীঘ্রই ১২ তম কিস্তির টাকা ক্রেডিট করা হবে ৷

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি সরকারের গুরুত্বপূর্ণ যোজনাগুলির মধ্যে একটি ৷ সরকার ছোট ও সীমান্ত কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করেছিল যেখানে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয় ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা পাঠানো হয় ৷

advertisement

পিএম কিষানের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা হয়ে থাকে ৷ দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর, তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে জারি করা হয়ে থাকে ৷ এর আগে ১১ তম কিস্তির টাকা ৩১ মে ২০২২ জারি করা হয়েছিল ৷ শেষ কিস্তিতে মোদি সরকার দেশের ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ২১০০০ কোটি টাকা ট্রান্সফার করেছিল ৷ এবার সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ১২ তম কিস্তির টাকা যে কোনও সময় পাঠানো হতে পারে ৷

advertisement

আরও পড়ুন: চলতি মাসেই পেতে পারেন DA বৃদ্ধির সুখবর,দেখে নিন কীভাবে ক্যালকুলেট করা হয় DA/DR

কী কী ক্ষেত্রে আটকে যেতে পারে পিএম কিষানের আগামী কিস্তির টাকা

যদি কোনও কৃষকের জমি তাঁর বাবা বা দাদুর নামে হয় তাহলে বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য ৷ তিনি পাবেন না ৷ এই সুবিধা নেওয়ার জন্য চাষের জমি নিজের নামে হতে হবে ৷

advertisement

যদি কোনও কৃষক অন্যের জমি ভাড়ায় নিয়ে চাষ করেন তাহলে যোজনার লাভ পাবেন না ৷

কোনও প্রাতিষ্ঠানিক জমির মালিক এই যোজনার সুবিধা পাবেন না ৷

কৃষকের পরিবারের কেউ সরকারি পদে থাকলে এই সুবিধা পাবেন না ৷

চিকিৎসক, ইঞ্জিনিয়র, সিএ, এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সুবিধার আওতায় পড়েন না ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

মাসে ১০,০০০ টাকার বেশি পেনশন পেয়ে থাকেন যে ব্যক্তিরা তারা এই সুবিধা পাবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২১ লক্ষ কৃষকদের থেকে ফেরত নেওয়া হচ্ছে টাকা, আর মিলবে না পিএম কিষান যোজনার সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল