সুপারি চাষ করতে হলে বর্ষাকালে বীজ পুঁতে দিতে হয়। কাদাযুক্ত মাটি নয়,এরকম মাটিতে ৩ মিটার দূরে দূরে গর্ত করে গাছ লাগালেই সুপারি বাগান তৈরি হয়ে যায়। অন্য গাছপালার মধ্যে বা ছায়া জায়গায় লাগালে সুপারি গাছ ভাল হয়। প্রখর রোদ সুপারি গাছ সইতে পারে না। চারা লাগানোর পর ৬-৭ বছরের মধ্যেই ফল ধরা শুরু করে।
advertisement
আরও পড়ুন: খুব শীঘ্রই WhatsApp সেটিংসে আসতে চলেছে বড় বদল! এতে সুবিধা হবে না অসুবিধা বাড়বে ?
সুপারির ফল আসে অক্টোবর মাস থেকে। তা কাটা হয় ফেব্রুয়ারি মাসে।কালচিনি,আলিপুরদুয়ার এক ও দুই ব্লকে সবচাইতে বেশি দেখা যায় সুপারি চাষ।এই এলাকার এক যুবক জানান,”ছ’বছর ধরে এই চারা বিক্রি করছি।বর্ষাকালে সুপরি গাছ রোপণের সময়।কিন্ত চারা তৈরিতে যেহেতু পাকা ফল ব্যবহৃত হয়।তাই ছায়াযুক্ত জমি ব্যবহার করে থাকি।পাঁচদিনে গাছ বের হয়।তারপর তা কিছুটা বড় করে চারাগাছ হিসেবে বিক্রি করা হয়।”
আরও পড়ুন: তিন মাস আগে নয় ! ট্রেনে ওঠার কয়েক ঘন্টা আগেই এই উপায়ে কেটে নিতে পারবেন কনফার্ম টিকিট!
জানা যায় এক একটি চারা গাছ বিক্রি হয় ৫০-৬০ টাকায়।সুপারি গাছের থেকে ফল বিক্রি করে যেমন লাভ হয়।তেমনই এই চারাগাছের নার্সারি বিকল্প আয় হিসেবে জনপ্রিয় হতে শুরু করেছে।
Annanya Dey