খুব শীঘ্রই WhatsApp সেটিংসে আসতে চলেছে বড় বদল! এতে সুবিধা হবে না অসুবিধা বাড়বে ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Whatsapp New Features: অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা কয়েক দিনের মধ্যেই ‘এনক্রিপশন লেবেল’ দেখতে পাবেন।
advertisement
জানা গিয়েছে, খুব শীঘ্রই WhatsApp সেটিংসে কিছু পরিবর্তন করে এনক্রিপশন লেবেল আনা হবে। চ্যাট স্ক্রিনের উপরে প্রোফাইল আইকনে দেখা যাবে এই লেবেল। সর্বশেষ আপডেট অনুযায়ী, পরীক্ষামূলক ভাবে এই নয়া ফিচার বিটা ইউজাররা ব্যবহার করতে পারবেন। এমনটাই জানিয়েছে WABetainfo। অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা কয়েক দিনের মধ্যেই ‘এনক্রিপশন লেবেল’ দেখতে পাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
কেন এনক্রিপশন লেবেল আনছে WhatsApp: এই ফিচারের মাধ্যমে ইউজাররা বেছে নিতে পারবেন কে তাঁদের অবতার ব্যবহার করে স্টিকার তৈরি করতে পারবে আর কারা পারবে না। এর জন্য তিনটি অপশন পাবেন ইউজাররা। সবাই, বাছাই করা কয়েকজন অথবা কেউ নয়। এর পাশাপাশি থার্ড পার্টি চ্যাটের বিকল্পও নিয়ে আসছে WhatsApp। এর মানে ইউজাররা WhatsApp থেকেই সরাসরি টেলিগ্রাম বা অন্যান্য মেসেজিং অ্যাপে মেসেজ পাঠাতে পারবেন।