TRENDING:

Pisciculture: ১ একরে ৫ কুইন্টাল মাছ, সঠিক চাষে হতে পারে অঢেল লাভ! রাজ্যকে পথ দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলায় এই মাছ নির্ভর অর্থনীতি বর্তমানে অনেকটাই এগিয়ে। কারণ এক সময়ে এই জেলায় মূল অর্থকারী ফসল ছিল ধান ও পান। বর্তমানে মাছ সেই অর্থনীতিকে সুদৃঢ় করেছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলা মাছ চাষে এগিয়ে চলেছে। মাছের উপর ভিত্তি করে একটি সমান্তরাল অর্থনীতি গড়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলা মাছ চাষের জন্য অন্যতম উন্নত ক্ষেত্র। পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। কোথাও মিষ্টি জলে রুই, মৃগেল, কাতলা-সহ বিভিন্ন ধরনের সাদামাছের চাষ। আবার কোথাও ঈষৎ নোনা জলে চিংড়ি ও পার্শে-সহ বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। বিভিন্ন ধরনের মাছ চাষ মৎস্যজীবীদের আর্থিক রুজি রোজগারের পথ হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমান সময়ে মাছ চাষ মৎস্যজীবীদের আয় বাড়াতে খুব একটা কার্যকর ভূমিকা নিচ্ছে।
advertisement

বর্তমান সময়ে জেলার প্রায় সর্বত্র মাছ চাষ শুরু হয়েছে। মাছ চাষের পরিধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাদা মাছের চাষ। জেলায় রুই, মৃগেল, কাতলা-সহ সব ধরণের মাছ চাষ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার এই মাছ চাষ, অন্ধ্রপ্রদেশের মাছের উপর নির্ভরতা হ্রাস করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় মাছ চাষের সবথেকে উন্নত ক্ষেত্রে ময়না। ময়নার মাছ চাষের মডেল ছাড়া রাজ্যের কাছে সমাদৃত। বর্তমানে শুধু ময়না ব্লকে নয় পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই এই মাছ চাষ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় এই মাছ নির্ভর অর্থনীতি বর্তমানে অনেকটাই এগিয়ে। কারণ এক সময়ে এই জেলায় মূল অর্থকারী ফসল ছিল ধান ও পান। বর্তমানে মাছ সেই অর্থনীতিকে সুদৃঢ় করেছে।

advertisement

আরও পড়ুন: ২০ দিনে ২ লক্ষ টাকার ব্যবসা! ‘টুনটুন গাড়ি’র চাহিদা আজও তুঙ্গে, ব্যাপক বিক্রিবাটা মন ভরছে ব্যবসায়ীদের

পূর্ব মেদিনীপুর জেলার উৎপন্ন মাছ পশ্চিমবঙ্গের সারা রাজ্য জুড়েই বিভিন্ন বাজারের যাওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় রফতানি করা হচ্ছে এবং এই মাছ চাষ পূর্ব মেদিনীপুর জেলায় একটি সমান্তরাল অর্থনীতি গড়ে তুলেছে। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক একর জায়গায় চার থেকে পাঁচ টন মাছ উৎপন্ন হয়। যা মাছ চাষ অত্যন্ত লাভজনক। এ বিষয়ে নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু জানান, ”মৎস্য চাষি ও মৎস্যজীবীরা, এক মাছ চাষের সঙ্গে যুক্ত। দ্বিতীয়ত মাছ আরোহণ সহ অন্যান্য কর্ম সংস্থানের যুক্ত। বিশেষ করে সাদা মাছ চাষের ক্ষেত্রে জেলায় এক সমান্তরাল অর্থনীতি গড়ে উঠেছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১ একরে ৫ কুইন্টাল মাছ, সঠিক চাষে হতে পারে অঢেল লাভ! রাজ্যকে পথ দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর
আরও দেখুন

মাছ চাষ শুধু নয়, মাছ চাষের সঙ্গে যুক্ত আনুষাঙ্গিক কাজে কর্মসংস্থান তৈরি হয়েছে। যেমন মাছ ধরা, মাছ আরোহণ, মাছ চাষের খাবার দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে কর্মসংস্থান তৈরি হয়েছে। এর পাশাপাশি বেকার যুবকেরা মাছ চাষ করে লাভবান হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় একসময় ধান ও পান চাষ করা হত। এই দুটোই চাষ ছিল জেলার অর্থনীতির মূল পিলার। কিন্তু পরবর্তী সময়ে পূর্ব মেদিনীপুর জেলায় নোনা জলে চিংড়ি-সহ একাধিক নোনা জলের মাছ চাষের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য জায়গায় মিষ্টি জলে সাদামাছের চাষ শুরু হয়েছে। আর তাতেই জেলার অর্থনীতির ভিত আরও মজবুত হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pisciculture: ১ একরে ৫ কুইন্টাল মাছ, সঠিক চাষে হতে পারে অঢেল লাভ! রাজ্যকে পথ দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল