জলে নেমে মশারি নেট বা জাল দিয়ে তারা ধরছেন ডিম পোনা। স্থানীয় বাজার এবং পাইকারদের বিক্রি করে মিলছে লাভ। বর্ষায় বানভাসি হয় সুবর্ণরেখা নদী। নদীতে থাকা একাধিক মাছের ডিম পোনা ভেসে আসে জলে। শুধু নদীর স্রোতে নয়, নদীর সঙ্গে সংযোগকারী খাল গুলোতেও ভেসে আসে এই ডিম পোনা মাছ। আর এতেই যেন লক্ষী লাভ হয় গ্রামের বাসিন্দাদের। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েক হাজার টাকার ডিম পোনা জল থেকে ছেঁকে তুলেন তারা। সকাল থেকে দুপুর কিংবা বিকেল পর্যন্ত জলে থাকার পর বেশ কয়েক হাজার টাকার ডিম পোনা তুলে তারা বিক্রি করেন।
advertisement
আরও পড়ুন: সোনায় স্মার্ট বিনিয়োগ, জানুন কীভাবে করতে হয়, কী বিশেষ সুবিধা পাওয়া যায়
কখনও বাড়ি থেকে আবার কখনও ওই জায়গা থেকেই বিক্রি হয়ে যায় এই ডিম পোনা গুলো। বছরের এই বর্ষাকালে সামান্য কয়েকটা দিনেই তাদের বেশ ভাল রোজগার হয়। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বেলমুলা এলাকায় পালানিয়া খালে সকাল থেকে বহু মানুষের ভিড়। এলাকার বেশ কয়েকটি পরিবারের বহু পুরুষ মহিলা জাল নিয়ে জল থেকে ছেঁকে তুলছেন এই ছোট্ট ছোট্ট ডিম পোনা। প্রতি বাটি দরে বিক্রি করছেন সেগুলো।
আরও পড়ুন: ডবল বেনিফিট দিচ্ছে LIC-র এই পলিসি, জেনে নিন কী কী বিশেষ সুবিধা মিলবে
আকার আকৃতি অনুযায়ী ডিম পোনার প্রতি বাটির দাম আড়াই’শ থেকে পাঁচ’শ টাকা পর্যন্ত। নদীর এক কুল ভাঙলেও অন্যদিকে এই বর্ষার জন্যই অপেক্ষা করে থাকেন বেশ কিছু মানুষ। কারণ বছরে এই সময় বিনা খরচে তাদের উপার্জন হয় বেশ। লক্ষ্মী লাভের আশায় তাই বর্ষাকালে খুঁজে চলেন এলাকার মানুষ ।
রঞ্জন চন্দ