TRENDING:

Money Making Tips: ৭ হাজার খরচে লাখ লাখ টাকা আয়...! ‘কাজলী পটল’ চাষ দেখাচ্ছে কামাল, চমকে দেবে লাভের অঙ্ক

Last Updated:

Money Making Tips: কাজলী পটলেই লক্ষ্মীলাভ! তিস্তার পাড়ের কৃষকদের সোনার ফসল জলপাইগুড়ির কাজলী পটল। তিস্তার পাড়ে বয়ে চলা খরস্রোতা নদীর পাশেই, ময়নাগুড়ি ব্লকের মরিচবাড়ী এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: কাজলী পটলেই লক্ষ্মীলাভ! তিস্তার পাড়ের কৃষকদের সোনার ফসল জলপাইগুড়ির কাজলী পটল। তিস্তার পাড়ে বয়ে চলা খরস্রোতা নদীর পাশেই, ময়নাগুড়ি ব্লকের মরিচবাড়ী এলাকা। এখানকার কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে এক বিশেষ পটল—যার নাম কাজলী পটল। স্থানীয় ভাষায় নাম ‘কাজলী’, কারণ পটলের গায়ে ডোরাকাটা কালচে দাগ থাকে, যা একে আলাদা চেহারা দেয়। দেখতে ছোটখাটো হলেও স্বাদে ও গুণের শেষ নেই। জলপাইগুড়ির বাজারে এই পটল সহজলভ্য ও সস্তা বলে সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তা তুঙ্গে।
advertisement

এই বিশেষ পটল চাষ হচ্ছে তিস্তার ধারে বালিমাটির জমিতে, যেখানে রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না বললেই চলে। কৃষকদের মতে, এক বিঘা জমিতে পটল চাষে খরচ পড়ে ৭ থেকে ১০ হাজার টাকা, আর লাভ হয় প্রায় ৩০-৩৫ হাজার টাকা পর্যন্ত! তাপমাত্রা ও মাটির বিশেষ গঠন কাজলী পটলের স্বাদে এনেছে অন্য মাত্রা।

advertisement

আরও পড়ুন: তুরস্ক থেকে রাজ্যে আসত বিশেষ জিনিস, দেদার চলত ব্যবসা! পাকিস্তানকে সমর্থন জানাজানি হতেই যা ঘটল…

কৃষকরা জানাচ্ছেন, সপ্তাহে অন্তত দু’দিন ফসল তোলা যায়। এই পটল স্থানীয় বাজার ছাড়াও চলে যাচ্ছে বাইরের রাজ্যের পাইকারি বাজারে।এখানকার কৃষকরা বলছেন, “এই পটল আমাদের আশীর্বাদ। রাসায়নিক ছাড়াই ফলন ভালহচ্ছে, লাভও হচ্ছে বেশ।” কাজলী পটল যেন শুধু এক ধরনের সবজি নয়—এ এক নির্ভরতার নাম, কৃষক পরিবারের আয়ের উৎস। প্রাকৃতিক সম্পদের সঙ্গে মানুষের শ্রম মিলে তৈরি হয়েছে সাফল্যের এই ছোট্ট সবুজ গল্প।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ৭ হাজার খরচে লাখ লাখ টাকা আয়...! ‘কাজলী পটল’ চাষ দেখাচ্ছে কামাল, চমকে দেবে লাভের অঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল