লেবর ইউনিয়নের তরফে পিএফ ও Earned Leave-র বাড়ানোর দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ ইউনিয়নের মেম্বরদের দাবি Earned leave ২৪০ থেকে ৩০০ দিন করতে হবে ৷ সরকারের তরফে ভবন ও অন্য নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, সাংবাদিক ও শ্রমিকদের সঙ্গে সিনেমার সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য আলাদা নিয়ম বানানোর দাবি করা হয়েছে ৷
advertisement
নতুন নিয়ম সেপ্টেম্বর ২০২০ থেকে পাস করা হয়েছে ৷ এবার কেন্দ্র সরকারের তরফে শীঘ্রই নিয়ম লাগু করার প্রচেষ্টা চলছে ৷ লেবর কোডের নিয়ম অনুযায়ী, বেসিক স্যালারি মোট বেতনের ৫০ শতাংশ হতে হবে ৷ এর জেরে বেশিরভাগ কর্মচারীদের বেতনের স্ট্রাকচার বদলে যেতে চলেছে ৷ বেসিক স্যালারি বাড়লে পিএফ ও গ্র্যাচিউটির জন্য বেশি টাকা কাটা হবে ৷ এর জেরে টেক হোম স্যালারি কমে যাবে কিন্তু পিএফ বাড়তে থাকবে ৷
নয়া নিয়ম অনুযায়ী কাজ করার সময় বাড়িয়ে দিনে ১২ ঘণ্টা করার জন্য সামিল করা হয়েছে ৷ সপ্তাহে অধিকতম ৪৮ ঘণ্টা কাজ করা যাবে ৷ এর জেরে সপ্তাহে কাজের দিন কমতে পারে, বাড়বে ছুটির দিন ৷