TRENDING:

চাকুরিজীবীদের জন্য সুখবর, কাজ কম, বেতন বেশি! মোদি সরকার নিয়ে আসতে চলেছে নতুন সিদ্ধান্ত

Last Updated:

লেবর ইউনিয়নের তরফে পিএফ ও Earned Leave-র বাড়ানোর দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কোটি কোটি চাকুরিজীবীদের (Working empoyee's)জন্য সুখবর ৷ এবার কর্মচারীদরে Earned Leave ২৪০ থেকে বাড়িয়ে ৩০০ করা হতে পারে ৷ এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার ৷ লেবর কোডের (Labor code) নিয়ম বদল নিয়ে শ্রম মন্ত্রক, লেবর ইউনিয়ন ও শিল্প জগতের প্রতিনিধিদের মধ্যে কাজের ঘণ্টা, বার্ষিক ছুটি, পেনশন, পিএফ, টেক হোম স্যালারি, অবসর নিয়ে পর্যালোচনা হয়েছে ৷ এখানে Earned Leave ২৪০ থেকে বাড়িয়ে ৩০০ করার দাবি জানানো হয়েছে ৷ লেবর কোডের নিয়ম ১ এপ্রিল থেকে লাগু করার কথা ছিল কিন্তু রাজ্য সরকারগুলি প্রস্তুত না থাকার কারণে নিয়ম লাগু করা হয়নি ৷
advertisement

লেবর ইউনিয়নের তরফে পিএফ ও Earned Leave-র বাড়ানোর দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ ইউনিয়নের মেম্বরদের দাবি Earned leave ২৪০ থেকে ৩০০ দিন করতে হবে ৷ সরকারের তরফে ভবন ও অন্য নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, সাংবাদিক ও শ্রমিকদের সঙ্গে সিনেমার সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য আলাদা নিয়ম বানানোর দাবি করা হয়েছে ৷

advertisement

নতুন নিয়ম সেপ্টেম্বর ২০২০ থেকে পাস করা হয়েছে ৷ এবার কেন্দ্র সরকারের তরফে শীঘ্রই নিয়ম লাগু করার প্রচেষ্টা চলছে ৷ লেবর কোডের নিয়ম অনুযায়ী, বেসিক স্যালারি মোট বেতনের ৫০ শতাংশ হতে হবে ৷ এর জেরে বেশিরভাগ কর্মচারীদের বেতনের স্ট্রাকচার বদলে যেতে চলেছে ৷ বেসিক স্যালারি বাড়লে পিএফ ও গ্র্যাচিউটির জন্য বেশি টাকা কাটা হবে ৷ এর জেরে টেক হোম স্যালারি কমে যাবে কিন্তু পিএফ বাড়তে থাকবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়া নিয়ম অনুযায়ী কাজ করার সময় বাড়িয়ে দিনে ১২ ঘণ্টা করার জন্য সামিল করা হয়েছে ৷ সপ্তাহে অধিকতম ৪৮ ঘণ্টা কাজ করা যাবে ৷ এর জেরে সপ্তাহে কাজের দিন কমতে পারে, বাড়বে ছুটির দিন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চাকুরিজীবীদের জন্য সুখবর, কাজ কম, বেতন বেশি! মোদি সরকার নিয়ে আসতে চলেছে নতুন সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল