চলতি সপ্তাহের বুধবারের মধ্যেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা হতে পারে। এমন খবর জানা গিয়েছিল আগেই। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিল মেটা কর্তৃপক্ষ।
গত অক্টোবরে চলতি বছরের ক্ষতির হিসাব দিয়েছিল মেটা। বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছিল সংস্থাটি। মার্ক লেখেন, 'মেটার ইতিহাসে কিছু পরিবর্তনের কথা আজ ভাগ করে নেব। এই পরিবর্তন মোটেই সহজ ছিল না। টিমের পরিধি ১৩% ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ হাজারেরও বেশি প্রতিভাবান কর্মীদের বিদায় জানাতে হচ্ছে।'
advertisement
ক্ষতিপূরণ হিসাবে, ছাঁটাই হওয়া কর্মীরা পাবেন ১৬ সপ্তাহের বেসিক বেতন, পাশাপাশি, যে ক’বছর তাঁরা চাকরি করছেন, প্রতি বছরের দু’সপ্তাহের বেসিক বেতনও তাঁরা পাবেন। এ ছাড়াও ৬ মাসের হেলথকেয়ারের খরচও বহন করবে সংস্থা। মার্ক জানিয়েছেন, আপাতত নতুন করে কর্মী নিয়োগ হবে না মেটায়। লাগাম টানা হয়েছে সংস্থার খরচেও।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 5:14 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই মেটার, ব্লগ পোস্টে জানিয়ে দিলেন মার্ক জুকারবার্গ