TRENDING:

বহরে বাড়ছে Meesho! শুধু পশ্চিমবঙ্গেই ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসাকে ডিজিটাল করার দাবি

Last Updated:

সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, তারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য যথেষ্ট তৎপর। আর এ জন্য পাখির চোখ করা হচ্ছে আসন্ন উৎসব মরশুমকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: SoftBank সমর্থিত ই-কমার্স সংস্থা Meesho ক্রমশই শক্ত করছে তার পায়ের তলার জমি। গত কয়েক বছরেই তারা বেশ খানিকটা এগিয়েছে, আগামী ২ বছরে তাদের দৌড় আরও অনেকটাই বাড়বে, এমনই দাবি। মঙ্গলবার সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে এই নবীন ই-কমার্স প্ল্যাটফর্মটি শুধু মাত্র পশ্চিমবঙ্গ থেকে ৩০ হাজারেরও বেশি ছোট ব্যবসাকে ডিজিটাইজ (Digitise) করেছে, অর্থাৎ, অনলাইন বিক্রয়ের মাধ্যমে যুক্ত করতে পেরেছে।
Megha Agarwal,CXO-Growth,Meesho
Megha Agarwal,CXO-Growth,Meesho
advertisement

সংস্থাটির পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে আরও বলা হয়েছে যে, তারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য যথেষ্ট তৎপর। আর এ জন্য পাখির চোখ করা হচ্ছে আসন্ন উৎসব মরশুমকে। বিপণন কৌশল হিসেবে এই উৎসব মরশুমে বিপণন প্রচারের জন্য তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি এবং প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে চলেছে।

advertisement

আরও পড়ুন- এমএসএমই-কে আরও ভাল ভাবে গড়তে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে আর্থিক সেক্টরে; মত অর্থনীতিবিদ প্রণব সেনের

গত বছরে পশ্চিমবঙ্গ থেকে MSME-এর প্ল্যাটফর্মে যোগদানের সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে দেখেছে Meesho। সংস্থার পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের সরবরাহকারীদের পছন্দের শীর্ষ বিভাগগুলির মধ্যে রয়েছে পোশাক, ব্যক্তিগত যত্ন ও সুস্থতা, বৈদ্যুতিন সরঞ্জাম এবং গৃহসজ্জার সামগ্রী। ই-কমার্স সংস্থাটি তাদের প্ল্যাটফর্মে সম্প্রতি বাংলা, তেলুগু, মরাঠি, তামিল, গুজরাতি, কন্নড়, মলয়ালম এবং ওড়িয়া ভাষাকে যুক্ত করেছে। প্রায় ৩৭৭ মিলিয়ন আঞ্চলিক ভাষাভাষী ব্যবহারকারীদের দিকে নজর রেখেই এই সংযুক্তি বলে জানানোও হয়েছে।

advertisement

Megha Agarwal, CXO-Growth, Meesho

বিবৃতিতে আগামী পরিকল্পনার কথাও বেশ স্পষ্ট করে জানানো হয়েছে। লাভের দিকে নজর দিতে গিয়ে চলতি বছরের শুরুতেই Meesho তার মুদিখানা বা গ্রসারি বিষয়ক বিভাগে Meesho SuperStore-এর আয়তন বেশ খানিকটা কমিয়ে ফেলেছে। এর ফলে বছরের শুরুতেই প্রায় দেড়শো কর্মীকে ছাঁটাই হতে হয়েছে বলে খবর।

advertisement

আরও পড়ুন- সুস্থ শরীরে অনেক দিন বাঁচতে চান? সন্ধ্যা ৭টা বেজে গেলে এই খাবারগুলো খাবেন না

মঙ্গলবার সংস্থার চিফ এক্সপেরিয়েন্স অফিসার (গ্রোথ) মেঘা আগরওয়াল (Megha Agarwal) বলেছেন, ই-কমার্স সংস্থা Meesho আগামী এক, দু’বছরে মধ্যে লাভজনক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করার জন্য কৌশল তৈরি করেছে।

তারই প্রথম পদক্ষেপ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আসন্ন উৎসবের মরশুমে বিপণন প্রচারের জন্য যুক্ত করতে চাইছে। সংস্থার দাবি, তারা গত বছর ১০০ মিলিয়নেরও বেশি লেনদেনকারী ব্যবহারকারীদের রেকর্ড করেছে। টায়ার ২+ বাজারের গ্রাহকরা এই বৃদ্ধির মূল চালক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

কোম্পানিটি আরও বলেছে যে প্ল্যাটফর্মটি সম্প্রতি ২০২২ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ১০২ মিলিয়নেরও বেশি ডাউনলোড লগ করেছে, যা বছরে ৫ গুণ বেড়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বহরে বাড়ছে Meesho! শুধু পশ্চিমবঙ্গেই ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসাকে ডিজিটাল করার দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল