TRENDING:

McDonald's সাময়িক ভাবে ভারতে বন্ধ করছে ১৬৫টি আউটলেট

Last Updated:

গত ৬ বছর ধরে ভারতে ম্যাকডোনাল্ডস-এর ফ্র্যাঞ্চাইজি বিক্রম বক্সীর সঙ্গে আইনি লড়াই শেষ হল ম্যাকডোনাল্ডস-এর৷ ম্যাকডোনাল্ডস-এর সঙ্গে বিক্রম বক্সীর কনট প্লাজা রেস্টুর‌্যান্টস-এর দীর্ঘ ব্যবসায়িক সম্পর্ক শেষ৷ দীর্ঘ ২৫ বছর পর৷ বিক্রম বক্সীর কথায়, 'আমি ভবিষ্যতে কী করব, এখনও কিছু ঠিক করিনি৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতে আরও আউটলেট বন্ধের মুখে ম্যাকডোনাল্ড'স৷ ফুড চেন ম্যাকডোনাল্ডস দেশে আরও ১৬৫টি স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ এই ১৬৫টি আউটলেটগুলি সব কটিই উত্তর-পূর্ব ভারতে৷
advertisement

গত ৬ বছর ধরে ভারতে ম্যাকডোনাল্ডস-এর ফ্র্যাঞ্চাইজি বিক্রম বক্সীর সঙ্গে আইনি লড়াই শেষ হল ম্যাকডোনাল্ডস-এর৷ ম্যাকডোনাল্ডস-এর সঙ্গে বিক্রম বক্সীর কনট প্লাজা রেস্টুর‌্যান্টস-এর দীর্ঘ ব্যবসায়িক সম্পর্ক শেষ৷ দীর্ঘ ২৫ বছর পর৷ বিক্রম বক্সীর কথায়, 'আমি ভবিষ্যতে কী করব, এখনও কিছু ঠিক করিনি৷'

ম্যাকডোনাল্ডস এক বিবৃতিতে জানিয়েছে, মিস্টার ও মিসেস বক্সীর সঙ্গে কনট প্লাজা রেস্টুর‌্যান্টস ও ম্যাকডোনাল্ডস-এর সম্পর্ক শেষ৷ কর্মীদের সব বকেয়াও মেটানো হয়ে গিয়েছে৷

advertisement

২০১৭ সালে জনপ্রিয় ফুড চেন ম্যাকডোনাল্ডসের তরফে জানানো হয়, ভারতে তারা ১৬৯টি আউটলেট বন্ধ করতে চলেছে ৷ এর জেরে প্রায় ১০ হাজারকর্মী তাদের চাকরি খোয়াতে চলেছে বলে আশঙ্কা করা হয়৷

আমেরিকার এই সংস্থা জানিয়েছে, ভারতে তাদের পার্টনার বিক্রম বক্সী কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ চুক্তিতে আইনি সমস্যার জেরেই উত্তর ও পূর্ব ভারতে একাধিক আউটলেট বন্ধ করতে বাধ্য হচ্ছে তারা ৷ কনট প্লাজা রেস্তোরাঁ প্রাইভেট লিমিটেড তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটি লঙ্ঘন করেছে৷

advertisement

২০১৩ সাল থেকে CPRL-র সঙ্গে আইনি ঝামেলা চলছে ম্যাক ডোনাল্ডসের৷ এই সিদ্ধান্তের জেরে প্রায় ১০ হাজার কর্মী চাকরি খোয়াতে চলেছেন৷ এমনিতেই ভারতীয় বাজারে ম্যাক ডোনাল্ডসের ব্যবসায় ইতিমধ্যেই থাবা বসিয়ে দিয়েছে ডোমিনজ পিত্জা৷ তার মধ্যে এমন সিদ্ধান্তে অনেকটাই প্রভাব পড়তে চলেছে ম্যাক ডোনাল্ডসের৷ এবার থেকে নোটিস লাগু হওয়ার পর থেকে উত্তর ও পূর্ব ভারতের এই সমস্ত সংস্থা আর ম্যাক ডোনাল্ডসের নাম ট্রেডমার্ক, ডিজাইন, ব্র্যান্ডিং ও রেসিপি আর ব্যবহার করতে পারবে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রত্যেকটি আউটলেটে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন কর্মচারি কাজ করেন৷ ফলে অনেকেই চাকরি হারাতে চলেছে৷ অন্যদিকে নতুন পার্টনারের খোঁজে রয়েছে ম্যাক ডোনাল্ডস।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
McDonald's সাময়িক ভাবে ভারতে বন্ধ করছে ১৬৫টি আউটলেট