আরও পড়ুন: হোলির কথা মাথায় রেখে ভারতীয় রেল চালাবে স্পেশ্যাল ট্রেন; জেনে নিন এখনই!
Maruti Suzuki Dzire CNG VXI-এর এক্স শোরুম মুল্য হল ৮.১৪ লাখ টাকা। অন্য দিকে Maruti Suzuki Dzire CNG ZXI-এর এক্স শোরুম মুল্য হল ৮.৮২ লাখ টাকা। মারুতি সুজুক কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিজায়ার সিএনজি মডেলের মাসিক সাবস্ক্রিপশন ফি ১৬,৯৯৯ টাকা থেকে শুরু।
advertisement
কাদের সঙ্গে হবে টক্কর -
Maruti Suzuki Dzire CNG-এর টক্কর হতে পারে তাদের সেগমেন্টের Hyundai Aura CNG এবং Tata Tigor CNG-এর মতো গাড়ির সঙ্গে। Maruti Suzuki Dzire CNG গাড়ি লঞ্চ করার পর মারুতি সুজুকির সিএনজি পোর্টফোলিওর প্রায় ৯টি গাড়ি বাজারে সুলভ হবে।
আরও পড়ুন: জানেন কি উত্তরপ্রদেশ নির্বাচনে কত টাকা জলের মতো খরচ করেছে রাজনৈতিক দলগুলি ....
সিএনজি গাড়ির সুবিধা -
মারুতি সুজুকি দাবি করেছে যে Maruti Suzuki Dzire CNG গাড়ির ফলে ভারতে তেলের ব্যাহার কমে প্রাকৃতিক গ্যাসের ব্যাহার বাড়তে সহায়তা করবে। ভারত সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের পরিমাণ ৬.২ শতাংশ থেকে বেড়ে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ হবে। এই কাজে সাহায্য করবে মারুতি সুজুকি কোম্পানির নতুন গাড়ি Maruti Suzuki Dzire CNG। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এর ফলে এই গাড়ি তেলের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াতে সাহায্য করবে। এই গাড়ি তেলের গাড়ির থেকে অনেকটাই লাভজনক হবে।
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন কলকাতা-সহ বাকি শহরে তেলের দাম
ফিচার -
Maruti Suzuki Dzire CNG গাড়ির ডিজাইন করা হয়েছে সিএনজির কথা ভেবে। এর জন্য এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ১.২ লিটারের কে সিরিজের ডুয়াল জেট ডুয়াল ভিভিটি পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনে রয়েছে সিএনজি মোড যা ৬,০০০ আরপিএম ৭৭ পিএস পাওয়ার এবং ৯৮.৫ এনএম এর টর্ক জেনারেট করে। একই সঙ্গে Maruti Suzuki Dzire CNG গাড়ি ৩১.১২ কিমি প্রতি কিলোগ্রাম মাইলেজ দেয়। এর ফলে এই গাড়ি সব দিক দিয়েই অনেকটা উন্নত এবং আধুনিক।