এর সঙ্গে গাড়ি কেনার সময় গ্রাহক ডিলার ডিসকাউন্ট এবং আনুষাঙ্গিক সম্পর্কিত অফারও দাবি করতে পারেন। এতেও লাভ কম হবে না। দীপাবলির সময় যাঁরা গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাঁদেরও মারুতির এই গাড়িগুলোর দিকে বিশেষ নজর দিতেই হবে।
আরও পড়ুন: তেলের দামে বিরাট বদল, দেখে নিন আপনার শহরে আজ কত টাকায় মিলছে পেট্রোল ও ডিজেল
advertisement
অল্টো কে১০: মারুতি দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ১০টি গাড়ির নতুন সংস্করণ এক মাস আগে লঞ্চ করেছিল। এর মধ্যে কে১০ অন্যতম। এই গাড়িতে বর্তমানে ২৫ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। অল্টো কে১০-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে। অন্য দিকে, কে১০-এ দেওয়া ডিসকাউন্ট সবচেয়ে কম। কোম্পানি অন্যান্য গাড়ির উপর আরও ছাড় দিচ্ছে।
অল্টো ৮০০: অল্টো-র দ্বিতীয় মডেল ৮০০-তে কিছুটা বেশি ছাড় মিলছে। পুজোর মুখে অল্টো ৮০০ কিনলে গ্রাহকরা ২৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। যাই হোক, এর মধ্যে নগদ ছাড়ের পাশাপাশি এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্টও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: পুজোর বড় খবর! স্বল্প সঞ্চযে সুদের হার বৃদ্ধির ঘোষণা, বিপুল লাভ মধ্যবিত্তর
ওয়াগন আর: মারুতি সুজুকির ফ্ল্যাগশিপ গাড়ি ওয়াগন আর। তবে বর্তমানে এই গাড়ির বিক্রি কম। সেটা বাড়াতেই দুর্দান্ত ডিসকাউন্ট অফার নিয়ে এসেছে মারুতি। জানা গিয়েছে, মারুতি ওয়াগান আর-এ ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে। ওয়াগন আর এক সময় কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি ছিল, কিন্তু এখন সেই স্থান দখল করেছে ব্যালিনো।
সবচেয়ে বড় ছাড় এই দুই গাড়িতে: মারুতি সেলেরিও গাড়িতে মিলছে বিপুল ছাড়। পুজোর মুখে এই গাড়ি নিলে ৫৯ হাজার টাকা বাঁচানো যাবে। এই ছাড় নগদ ডিসকাউন্ট, কর্পোরেট ডিসকাউন্ট এবং বিনিময় বোনাস আকারে মিলবে। মারুতির এস-প্রেসো-তেও ৫৯ হাজার টাকা ডিসকাউন্ট মিলছে। আসলে এস-প্রেসো নিয়ে কোম্পানির অনেক আশা ছিল। কিন্তু সেই অনুযায়ী বিক্রি হয়নি। তাই গ্রাহকদের মন টানতে এই বিশাল অঙ্কের ডিসকাউন্ট।