ভারতে বিপুল সংখ্যক মানুষ ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে ৷ পাশাপাশি এই সময় ভারত একটি বড় ডিজিটাল ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ জিও লঞ্চ করে টেলিকম সেক্টরে বিপ্লব নিয়ে এসেছিল রিলায়েন্স ৷ কোটি কোটি দেশবাসী ও ছোট ব্যবসায়ীরা কাজ আরও সহজ করে দিয়েছে জিও ৷ ছোট ব্যবসায়ীদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে সাহায্য করে চলেছে জিও ৷
advertisement
জিও-র তরফেও ফেসবুকের এই লগ্নির কথা জানানো হয়েছে। একটা বিবৃতিতে জিও জানিয়েছে, জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে ফেসবুক। পুরোটাই দুই তরফের সম্মতিতে হয়েছে।
জুকারবার্গ জানিয়েছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছোট ব্যবসা যে কোনও অর্থব্যবস্থার জন্য জরুরি ৷ এবং তাদের সাহায্যের দরকার পড়ে ৷ ভারতে ৬ কোটির বেশি ছোট ব্যবসায়ী রয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ চাকরির জন্য তার উপর নির্ভর করে থাকে ৷
লকডাউনের মধ্যে তাদের এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্মের দরকার যার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবংনিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন ছোট ব্যবসায়ীরা ৷ আর তাতে সাহায্য করবে জিও ও ফেসবুক ৷