TRENDING:

Money Making Tips: স্বল্প খরচে এবং অল্প পরিশ্রমে হচ্ছে বিরাট টাকার লাভ !

Last Updated:

Money Making Tips: বর্তমানে তিনি আরও বহু মানুষকে এই প্রতিপালন করার পরামর্শ দিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার:  সাধারণভাবে হাঁস-মুরগি-গরু-ছাগল প্রতিপালন সব খানেই চোখে পড়ে। তবে এই সকল প্রতিপালনের পাশাপশি অনেকেই নতুন এক প্রতিপালনের প্রতি ঝুঁকছেন। একেবারেই স্বল্প খরচে স্বল্প পরিশ্রমে অধিক মুনাফার মুখ দেখা সম্ভব এই বিশেষ প্রতি পালনের মাধ্যমে। বিশেষ এই প্রতিপালনের নাম মৌমাছি প্রতিপালন। যা সাধারণভাবে অ‍্যাপিকালচার নামেই পরিচিত।
advertisement

কোচবিহারের এক ব্যক্তি দীর্ঘ সময়ে ধরে এই মৌমাছি প্রতিপালন করার মাধ্যেমে আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠেছেন। বর্তমানে তিনি আরও বহু মানুষকে এই প্রতিপালন করার পরামর্শ দিচ্ছেন। তারফলে জেলায় বাড়ছে মৌমাছি চাষের প্রবণতা।

আরও পড়ুন: এই চাষ শুরু করে আপনিও আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা!

কোচবিহারের মৌমাছি প্রতিপালক কৃষ্ণপদ সরকার জানান, দীর্ঘ বহু সময় আগে থেকেই তিনি এই মৌমাছি প্রতিপালনের সঙ্গে যুক্ত। পারিবারিকভাবে এই মৌমাছি প্রতিপালনের প্রতি আগ্রহ জন্মায় তাঁর। তারপর থেকে ধীরে ধীরে তাঁর ব্যবসার প্রসার ঘটান তিনি। প্রাথমিকভাবে এই মৌমাছি যে কোনও বাড়ি কিংবা গাছ থেকে ধরে নিয়ে এসেও প্রতিপালন করা সম্ভব

advertisement

। তবে বাক্স প্রতি ২০০০ টাকা করে দাম পরে। তাই মৌমাছি প্রতিপালন করতে হলে কিছুটা প্রাকৃতিক উপায় এর উপর ভরসা করা উচিত। বছরের বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফলের সম্ভার দেখতে পাওয়া যায়। মৌমাছি এই ফলের ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে। তাই মধুর স্বাদও কিছুটা সেই রকমই দেখতে পাওয়া যায়।”

advertisement

আরও পড়ুন: অবসরের পরও গ্রাচুইটি দেয়নি কোম্পানি? আপনি কী কী করতে পারেন দেখুন

তিনি আরও জানান, “বর্তমান সময়ে বহু মানুষ এই চাষের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। তবে একটা সময় ছিল যখন চাষের জমির পাশে মৌমাছির বাক্স বসাতে গেলে বিরোধিতা করতেন মানুষ। তারা বলতেন মৌমাছি নাকি চাষের ফসল নষ্ট করে দেবে। তবে এটা একেবারেই ভ্রান্ত ধারণা। উল্টে মৌমাছি চাষের জমির আশেপাশে থাকলে সেই জমির ফলন অনেকটাই বেড়ে যাওয়া সম্ভবনা থাকে। এই বিষয় নিয়ে সচেতন করতে সরকারি ভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বর্তমান সময়ে কোচবিহারের বাজারে কোচবিহারেই তৈরি খাঁটি মধু বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে। আগামী দিনে যেন আরও অনেক ব্যক্তি এই মৌমাছি প্রতিপালন করতে আগ্রহী হন। সেজন্য কৃষ্ণপদ সরকার বহু মানুষকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন প্রতিনিয়ত।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: স্বল্প খরচে এবং অল্প পরিশ্রমে হচ্ছে বিরাট টাকার লাভ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল