পিএফআরডিএ- অনুযায়ী, অটল পেনশন যোজনায় প্রায় ২.২৮ কোটি জনের নাম নথিভুক্ত রয়েছে ৷ ১ জুলাই থেকে অটল পেনশন যোজনার জন্য অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়ে গিয়েছে ৷ কোভিড ১৯-এর জেরে এই যোজনার জন্য টাকা কাটা বন্ধ রাখা হয়েছিল ৩০ জুন পর্যন্ত ৷ বর্তমান নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত এই যোজনার জন্য কারও টাকা বাকি থাকলে তা ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ৷ এর জন্য কোনও পেনাল্টি চার্জ নেওয়া হবে না ৷
advertisement
২০১৫ সালে অটল পেনশন যোজনা চালু করা হয় ৷ ১৮ থেকে বছর বয়স হলে দেশের যে কোনও নাগরিক এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন ৷ যোজনার নিয়ম অনুযায়ী, ৬০ বছর বয়সের পর মাসে ১০০০ থেকে ৫০০০ টাকার পেনশনের গ্যারেন্টি দিয়ে থাকে এই যোজনা ৷ কত টাকার পেনশন পাবেন, তা নির্ভর করবে আপনি কত টাকা ইনভেস্ট করছেন তার ওপরে ৷
সরকারি, বেসরকারি এবং গ্রামীণ ব্যাঙ্কে এই অ্যাকাউ্ট খোলা যেতে পারে ৷ পেমেন্টস ব্যাঙ্কেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ ৬০ বছরের আগে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে তার স্ত্রী এই অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন এবং ৬০ বছরের পর পেনশন পাবেন ৷ এছাড়া তিনি টাকা জমা না করে একবারে টাকা তুলে নিতে পারেন ৷
যারা আয়করের আওতায় আসেন, সরকারি কর্মী বা EPF, EPS এর সুবিধা নিচ্ছেন তারা এই যোজনায় নাম নথিভুক্ত করাতে পারবেন না ৷