কর্মসংস্থানের বিষয়ে তিনি আরও জানান,‘রোজগার দেওয়ার বিষয়ে রিলায়েন্স একটি নতুন রেকর্ড তৈরি করেছে ৷ নিজেদের সমস্ত ব্যবসা মিলিয়ে ২.৩২ লক্ষ চাকরি দিয়েছে সংস্থা ৷ বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বেশি চাকরি দিয়েছে রিলায়েন্স ৷’
আরও পড়ুন: সবচেয়ে বেশি চাকরি দিয়েছে রিলায়েন্স, জানালেন মুকেশ আম্বানি
দীপাবলিতে এবার ৫জি পরিষেবা নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও ৷ মুকেশ আম্বানি জানিয়েছেন Jio 5G ১০ কোটির বেশি বাড়িকে অতুলনীয় ডিজিটাল অভিজ্ঞতা এবং স্মার্ট হোম সলিউশনের সঙ্গে যুক্ত করবে ৷ আমরা লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী এবং ছোট ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাব, ক্লাউড থেকে বিতরণ করা অত্যাধুনিক, প্লাগ-এন্ড-প্লে সমাধানের মাধ্যমে তাঁদের ক্ষমতায়ন হবে।”
advertisement
অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী ২৫ বছর
এদিন মুকেশ আম্বানি আরও জানিয়েছেন, ‘ ১৫ অগাস্টের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পঞ্চ-প্রাণ বা পাঁচটি অপরিহার্য বিষয়ের কথা বলেছিলেন, যা ২০১৭ সালের মধ্যে ভারতকে অবশ্যই একটি উন্নত দেশে পরিণত করবে।’ তিনি আরও বলেন স্বাধীনতা-পরবর্তী প্রজন্ম সম্মিলিতভাবে যা অর্জন করেছে তার থেকে অনেক বেশি অর্জন করতে প্রস্তুত আগামী প্রজন্ম এবং রিলায়েন্স ভারতের সমৃদ্ধি ও অগ্রগতিতে আগের চেয়ে বেশি অবদান রাখতে প্রস্তুত।
আরও পড়ুন: সংকটেও ভারতের অর্থনীতি আছে মাথা উঁচিয়ে, রিলায়েন্সের এজিএমে বললেন মুকেশ আম্বানি
রিলায়েন্সের রেভিনিউ বেড়েছে ৪৭ শতাংশ
মুকেশ আম্বানি আরও জানিয়েছেন, ‘আমাদের সংস্থার বার্ষিক রাজস্ব ১০০ কোটি ডলার পেরিয়ে যাওয়া দেশের মধ্যে প্রথম কর্পোরেট ৷ রিলায়েন্সের একত্রিত রাজস্ব ৪৭ শতাংশ বেড়ে ৭.৯৩ লক্ষ কোটি টাকা বা ১০৪.৬ কোটি ডলার হয়েছে ৷