কলকাতায় নয়া যানের উদ্বোধনে এসে সংস্থার ভাইস প্রেসিডেন্ট, বিপণন ( কমার্শিয়াল ভেহিকেলস) মহেশ কুলকার্নির দাবি, এতে অনেক আরামে ও নিরাপদে দ্রুত যাতায়াত করা সম্ভব। জনবহুল মেট্রো ছাড়াও টিয়ার টু ও থ্রি সহ সব শহরের রাস্তাতেই একইভাবে কার্যকর হবে ই-আলফা মিনি।
Key features: (e-Alfa Mini)
- Best-in-class product quality with robust design
- Best-in-class product performance for higher earn-ability
- 60 minutes fast service guarantee for peace of mind
- Low down payment and attractive EMI
- Best-in-class 2 years vehicle warranty*
- Industry first one free battery replacement*
advertisement
নতুন পরিবহণ যানটিকে আকর্ষণীয় দামে ক্রেতাদের হাতে তুলে দিতে দুটি প্রকল্প যোগ করছে মাহিন্দ্রা গ্রুপ। থাকছে দু’বছরের ওয়ারেন্টি, কম সুদে ঋণ ও বিনামূল্যে ব্যাটারি বদলে নেওয়ার সুযোগ। প্রথমবার ব্যাটারি বদলেরও সুযোগ দিচ্ছে কোনও সংস্থা। একবার চার্জ করলে একটানা ৮৫ কিলোমিটার চলতে পারে এই ই-আলফা মিনি। যে কোনও রাস্তায় ঘণ্টায় সবোর্চ্চ ২৫ কিলোমিটার বেগেও চলতে সক্ষম মাহিন্দ্রার এই নয়া যান।
ইতিমধ্যেই শহরে ই-রিক্সা চালানোর অনুমোদন দিয়েছে রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ দফতরের একটি সূত্র জানাচ্ছে, শহরে অনুমোদনহীন অটোর ও টোটোর সংখ্যা অনেক বেশি। অনুমোদনহীন অটো ও টোটোর বিকল্প হিসাবে ই-রিক্সার কথা ভাবা হচ্ছে। তবে এব্যাপারে রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে কিছু করার পরিকল্পনার কথা জানাতে চাননি মহেশ কুলকার্নি। কলকাতায় ই-আলফা মিনির দাম পড়বে ১.২৭ লক্ষ টাকা ( EX শো-রুম)। ই-আলফা মিনির অন রোড সার্ভিস দিতে নতুন করে ডিলার নিয়োগ করবে মাহিন্দ্রা গ্রুপ।