২০২১ সালের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারিতে দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ৬৯৪ টাকা ছিল ৷ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলিন্ডারের মোট দাম বেড়েছে ১৯০.৫০ টাকা ৷
জানুয়ারিতে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৬৯৪ টাকা
- ৪ ফেব্রুয়ারি- ২৫ টাকা বেড়ে ৭১৯ টাকা হয়েছে
- ১৫ ফেব্রুয়ারি- ৫০ টাকা বেড়ে হয় ৭৬৯ টাকা
- ২৫ ফেব্রুয়ারি- ২৫ টাকা বেড়ে হয় ৭৯৪ টাকা
- ১ মার্চ- ২৫ টাকা বেড়ে ৮১৯ টাকা হয়
- ১ এপ্রিল- ১০ টাকা দাম কমে হয়েছিল ৮০৯ টাকা
- ১ জুলাই- ২৫ টাকা দাম বেড়ে হয়েছে ৮৩৪ টাকা
- ১৮ অগাস্ট- ২৫.৫০ দাম বেড়ে হয়েছে ৮৫৯.৫০ টাকা
- ১ সেপ্টেম্বর - ২৫ টাকা দাম বেড়ে হয়েছে ৮৮৪.৫ টাকা
advertisement
এখানে দেখে নিন আপনার শহরে বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম কত
- দিল্লি- ৮৮৪.৫ টাকা
- কলকাতা- ৯১১ টাকা
- মু্ম্বই- ৮৮৪.৫ টাকা
- চেন্নাই- ৯০০.৫ টাকা
মে এবং জুন মাসে বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও বদল করা হয়নি ৷ এপ্রিলে অবশ্য ১০ টাকা দাম কমানো হয়েছিল ৷ গত ৭ বছরে এলপিজি-র দাম দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে ৷ ১ মার্চ ২০১৪ এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০.৫০ টাকা, এখন যা বেড়ে হয়েছে ৮৮৪.৫০ টাকা ৷ দিল্লিতে ১৯ কিলোর কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ১৬৯৩ টাকা হয়ে গিয়েছে ৷
LPG Gas cylinder এর দাম https://iocl.com/Products/IndaneGas.aspx ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবেন ৷ এখানে সংস্থার তরফে প্রতি মাসে গ্যাস সিলিন্ডারের দাম জারি করা হয়ে থাকে ৷