দিল্লিতে কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারে দাম ২৫.৫০ টাকা কমে ১৮৫৯ টাকা হয়েছে ৷ এর আগে দাম ছিল ১৮৮৫ টাকা ৷ কলকাতায় কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডার ১৯৯৫.৫০ টাকা হয়েছে ৷ মুম্বইয়ে ১৮৪৪ টাকা থেকে কমে সিলিন্ডার প্রতি ১৮১১.৫০ টাকা হয়েছে ৷ চেন্নাইয়ে ২০৪৫ টাকা থেকে কমে ২০০৯.৫০ টাকা হয়েছে ৷
আরও পড়ুন: তেলের দামে বিরাট বদল, দেখে নিন আপনার শহরে আজ কত টাকায় মিলছে পেট্রোল ও ডিজেল
advertisement
সেপ্টেম্বরেও কমেছিল দাম-
এর আগে ১ সেপ্টেম্বরেও অয়েল মার্কেটিং সংস্থাগুলি কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা পর্যন্ত কমানো হয়েছিল ৷ এর আগে জুলাই মাসে মাত্র ৮.৫ টাকা কমানো হয়েছিল ৷ তবে জুলাই মাসে বাড়ির রান্নার গ্যাসের দাম প্রায় ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল ৷ এদিন অবশ্য ১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷
রান্নার এলপিজি সিলিন্ডারের দাম-
দিল্লিতে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৫৩ টাকা, কলকাতায় ১০৭৯ টাকা, মুম্বইয়ে ১০৫২.৫ টাকা এবং চেন্নাইয়ে ১০৬৮.৫ টাকা ৷ সাধারণত সিলিন্ডারের দাম বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা হয়ে থাকে ৷ বিভিন্ন রাজ্য সিলিন্ডারের উপর আলাদা আলাদা ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স) লাগু করে থাকে ৷
আরও পড়ুন: RBI-এর ফিক্সড নিয়ে বিশাল সিদ্ধান্ত! টাকা ম্যাচিওর হওয়ার পরে এই কাজটি আবশ্যিক
এবার থেকে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের সংখ্যা বেঁধে দিল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে গ্রাহকরা বছরে মাত্র ১৫টি সিলিন্ডার কিনতে পারবেন। এর বেশি নয়। এর বাইরে গ্রাহকদের মাসে মাত্র ২টি সিলিন্ডার কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে সিলিন্ডার পাওয়ার জন্য মাস বা বছরের কোনও কোটা নির্ধারণ করা হয়নি।