TRENDING:

জন্মাষ্টমীতেও বাতিল হয়েছে একাধিক ট্রেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন?

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের স্ট্যাটাস চেক করার উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আবহাওয়া, রিপেয়ারিং এবং অন্যান্য বিভিন্ন কারণে ভারতীয় রেল (Indian Railways) বাতিল করেছে বেশ কয়েকটি ট্রেন। জন্মাষ্টমীর দিনে একসঙ্গে অনেকগুলো ট্রেন বাতিল করা হয়েছে। আজ অর্থাৎ ১৯ অগাস্ট জন্মাষ্টমীর দিনে ভারত জুড়ে বাতিল করা হয়েছে প্রায় ১৫৭টি টেন। এর ফলে দেশ জুড়ে বহুসংখ্যক যাত্রী সমস্যার সম্মুখীন হবেন।
advertisement

ভারতীয় রেল জানিয়েছে যে খারাপ আবহাওয়া এবং বিভিন্ন ধরনের পরিচালন সম্পর্কিত সমস্যার জন্য কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও ভারতীয় রেলের পাঁচটি টেন রিশিডিউল করা হয়েছে, ১২টি ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে ১৫৭টি ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে ৩৭টি টেন আংশিক সময়ের জন্য বাতিল করা হয়েছে। অন্য দিকে, ১২০টি ট্রেন পুরো সময়ের জন্যই বাতিল করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের স্ট্যাটাস চেক করার উপায়।

advertisement

আরও পড়ুন: মাল্টিব্যাগার ফার্মার এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগে মিলছে ৪ কোটিরও বেশি রিটার্ন

ট্রেনের স্ট্যাটাস চেক করার উপায় -

বর্তমানে ভারতীয় রেলের বিভিন্ন ধরনের পরিষেবা অনলাইনে পাওয়া যায়। সুতরাং যাঁরা আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রেখেছেন এবং ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করতে প্রস্তুত, তাঁদের অতি অবশ্যই অনলাইনে গিয়ে নিজেদের ট্রেনের স্ট্যাটাস চেক করা প্রয়োজন। ভারতীয় রেলের তরফে যাত্রীদের সুবিধার জন্য ক্যানসেল করা ট্রেনের লিস্ট আইআরসিটিসির (IRCTC) ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও NTES অ্যাপে ক্যানসেল করা ট্রেনের তালিকা দিয়ে দেওয়া হয়েছে।

advertisement

ভারতীয় রেলের যে কোনও ট্রেনের স্ট্যাটাস চেক করা যেতে পারে এই ওয়েবসাইটে - https://enquiry.indianrail.gov.in/mntes। আইআরসিটিসির ওয়েবসাইটেও ভারতীয় রেলের সম্পর্কে বিশদে জানা যেতে পারে, সেটি হল - https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ভারতীয় রেলের বাতিল করা ট্রেন সম্পর্কে জানা যেতে পারে। এছাড়াও অন্যান্য রেলের স্ট্যাটাস সম্পর্কেও জানা যেতে পারে।

- বাতিল হওয়া ট্রেনের লিস্ট চেক করার জন্য সবার প্রথমে - https://enquiry.indianrail.gov.in/mntes ওপেন করতে হবে।

advertisement

- এরপর সেখানে এক্সেপশনাল ট্রেন অপশন দেখা যাবে, সেটিতে ক্লিক করতে হবে।

- সেখানে গিয়ে রিশিডিউল এবং ডাইভার্ট ট্রেনের লিস্টে ক্লিক করতে হবে।

- সেখানেই যাত্রীরা সমস্ত তথ্য পেয়ে যাবেন।

আরও পড়ুন: ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হারে বদল! বাড়ল না কমল দেখে নিন এখনই!

ট্রেন বাতিল হলে রিফান্ড পাওয়ার উপায় -

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যে সকল যাত্রীরা আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে ই-টিকিট বুক করেছেন, তাঁদের সেই টিকিটের রিফান্ড পাওয়ার জন্য কিছু করার প্রয়োজন হয় না। ট্রেন বাতিল হলে নিজের থেকেই সেই ট্রেনের টিকিটের রিফান্ড গ্রাহকদের অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অথবা ই ওয়ালেটে জমা পড়ে। এক্ষেত্রে যাত্রীরা যেখান থেকে ট্রেনের টিকিটের টাকা জমা দিয়েছিলেন, সেখানেই রিফান্ডের টাকা জমা পড়বে। যে সকল যাত্রী টিকিট রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কেটেছিল, তাঁরা ট্রেনের শিডিউল ডিপারচারের ৭২ ঘন্টা পর সেই রিজার্ভেশন কাউন্টারে গিয়েই টিকিট ক্যানসেল করতে পারবেন। যদি যাত্রীরা নিজেদের থেকেই টিকিট ক্যানসেল করে দেন, তাহলে আইআরসিটিসি রিফান্ডের টাকার থেকে কিছু ক্যানসেলেশন চার্জ কেটে বাকিটা ফিরিয়ে দেয়। ট্রেনের একেকটি রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে ক্যানসেলেশন চার্জ আলাদা আলাদা হয়।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জন্মাষ্টমীতেও বাতিল হয়েছে একাধিক ট্রেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল