দক্ষিণ-পূর্ব রেলওয়ে ট্যুইটে জানিয়েছে, ১২টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ এর মধ্যে ৮টি প্যাসেঞ্জার ও ৪টি স্পেশ্যাল ট্রেন সামিল রয়েছে ৷ বাতিল হওয়া ট্রেনের মধ্যে হাওড়া, পুরুলিয়া, খড়গপুর, আসানসোল, রাউরকেলা
রাঁচি, ভুবনেশ্বরের ট্রেন রয়েছে ৷
advertisement
দক্ষিণ-পূর্ব রেলের তরফে এই প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে -
--ট্রেন নম্বর ০২২২৭ হাওড়া-পুরুলিয়া ২৫ মে ট্রেন বাতিল করা হয়েছে
--ট্রেন নম্বর ০২২২৮ পুরুলিয়া-হাওড়া ২৫ মে বাতিল
--ট্রেন নম্বর ০৮০২৩ গোরখপুর-গোমোহ ২৫ ও ২৬ মে বাতিল
-- ট্রেন নম্বর ০৮০২৪ গোমোহ- খড়গপুর ২৫ ও ২৬ মে বাতিল
--ট্রেন নম্বর ০৮০২৭ খড়গপুর-আসানসোল ২৫ ও ২৬ মে বাতিল
--ট্রেন নম্বর ০৮০২৮ আসানসোল-খড়গপুর ২৫ ও ২৬ বাতিল
--ট্রেন নম্বর ০৮০৮৫ খড়গপুর-রাঁচি ২৫ ও ২৬ মে বাতিল
--ট্রেন নম্বর ০৮০৮৬ রাঁচি-খড়গপুর ২৫ ও ২৬ মে বাতিল
বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল
--ট্রেন নম্বর ০২৮৬১ রউরকেল্লা-ভুবনেশ্বর ২৫ মে বাতিল
--ট্রেন নম্বর ০২৮৬২ ভুবনেশ্বর-রাউরকেলা ২৫ মে বাতিল
--ট্রেন নম্বর ০৩৪১৮ মালদহ টাউন-দিঘা ২৭ মে বাতিল
-- ট্রেন নম্বর ০৩৪১৭ দিঘা- মালদহ টাউন ২৭ মে বাতিল
এর আগে ইয়াস ঘূর্ণিঝড়ের জেরে আরও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে ৷ সেই ট্রেনের লিস্ট রেলের তরফে জারি করে দেওয়া হয়েছে ৷ এর মধ্যে নয়াদিল্লি থেকে পুরী, ভুবনেশ্বর ও যশবন্তপুর সহ একাধিক ট্রেন সামিল রয়েছে ৷ এই ট্রেন ২৩ থেকে ২৮ মে পর্যন্ত বাতিল করা হয়েছে ৷