স্টেট ব্যাঙ্কের তরফে ট্যুইটে জানানো হয়েছে, সরকারের থেকে ভর্তুকি বা Direct Benefit Transfer পাওয়ার জন্য আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ তবে এতে চিন্তার কোনও কারণ নেই ৷ বাড়িতে বসে সহজেই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে পারবেন ৷
দেখে নিন কীভাবে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করবেন আধার
--এসবিআই এটিএমে গিয়ে ডেবিট কার্ড সোয়াইপ করুন
advertisement
--পিন নম্বর দিয়ে মেনু সিলেক্ট করতে হবে
--এরপর 'Service–Registrations' অপশন সিলেক্ট করুন
--'Aadhaar Registration' বা 'Inquiry' তে ক্লিক করুন
--এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে সেভিংস সিলেক্ট করুন
--আধার নম্বর দিন
-- এরপর সিডিংয়ের জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে
SBI Anywhere App থেকে করতে পারেন রেজিস্টার
--প্রথমে SBI Anywhere App খুলুন
--এখানে 'Requests' অপশনে গিয়ে আধার সিলেক্ট করুন
--আধার লিঙ্কিংয়ের ক্লিক করুন এবং CIF সিলেক্ট করুন
--এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে লিঙ্কিংয়ের স্টেটাস চেক করে নিন
SBI Net Banking থেকে করতে পারেন রেজিস্ট্রেশন
-- প্রথমে www.onlinesbi.com-এ লগইন করুন
-- 'My Accounts' এ ক্লিক করে 'Link your Aadhaar number' সিলেক্ট করুন
--এবার নিজের আধার নম্বর দিয়ে সাবমিট করুন
--পরের পেজে অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করুন, আধার নম্বর দিয়ে সাবমিট করুন
--প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে শেষ ২টি নম্বর দেখা যাবে
-- ম্যাপিংয়ের স্থিতি রেজিস্টার্ড নম্বর থেকে দেখতে পাবেন
ব্রাঞ্চে গিয়েও করতে পারবেন রেজিস্ট্রেশন
-- নিকটবর্তী ব্রাঞ্চে আধার নম্বর ও ই-আধারের কপি নিয়ে যেতে হবে
-- রিকোয়সেট ফর্ম ফিলআপ করতে হবে
--আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে
--লিঙ্ক ব্যাঙ্কের তরফে করা হবে
--সিডিংয়ের স্থিতি সম্পর্কে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে এসএমএস