TRENDING:

Life Certificate জমা দেওয়ার শেষ তারিখ তো চলেই এল, জেনে নিন ৩০ নভেম্বরের আগে পেনশনভোগীদের কী করতেই হবে

Last Updated:

Life Certificate Deadline: ৩০ নভেম্বর, ২০২৫ শেষ তারিখ। সরকার প্রবীণ নাগরিক, পারিবারিক পেনশনভোগী এবং ব্যাঙ্ক পেনশনভোগীদের অনুরোধ করেছে যে তাঁরা যেন সময়মতো অনলাইনে বা ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন, যাতে সুবিধাগুলি সুষ্ঠুভাবে অব্যাহত থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৩০ নভেম্বর, ২০২৫ শেষ তারিখ। সরকার প্রবীণ নাগরিক, পারিবারিক পেনশনভোগী এবং ব্যাঙ্ক পেনশনভোগীদের অনুরোধ করেছে যে তাঁরা যেন সময়মতো অনলাইনে বা ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন, যাতে সুবিধাগুলি সুষ্ঠুভাবে অব্যাহত থাকে।
News18
News18
advertisement

লাইফ সার্টিফিকেট কীভাবে জমা দেওয়া যাবে?

পেনশনভোগীর সুবিধা এবং গতিশীলতাচলাফেরার ক্ষমতার উপর নির্ভর করে লাইফ সার্টিফিকেট অফলাইন বা ডিজিটালভাবে জমা দেওয়া যেতে পারে।

অফলাইনে জমা দেওয়া:

পেনশনভোগীরা তাঁদের পেনশন বিতরণকারী ব্যাঙ্কের শাখা বা এজেন্সিতে যেতে পারেন। তাঁদের অবশ্যই বৈধ পরিচয়পত্র, যেমন আধার কার্ড, পেনশন আইডি বা ব্যাঙ্ক পাসবুক, পেনশন অ্যাকাউন্টের বিবরণ সঙ্গে রাখতে হবে। কিছু ব্যাঙ্ক পাসপোর্ট সাইজ ছবিও চাইতে পারে। শাখায় ভেরিফিকেশন সম্পন্ন হবে এবং লাইফ সার্টিফিকেট তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হবে।

advertisement

আরও পড়ুন: FD কি আদৌ নিরাপদ বিনিয়োগ? আজকের ১ কোটি টাকার মূল্য ২০ বছরে মাত্র ৫০ লাখে এসে ঠেকবে, ভুল কোথায় হচ্ছে জেনে নিন

জীবন প্রমাণের মাধ্যমে অনলাইন জমা:

ডিজিটাল জমা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কারণ এর মাধ্যমে পেনশনভোগীরা ঘরে বসেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

– https://jeevanpramaan.gov.in-এ জীবন প্রমান পোর্টালে যেতে হবে

advertisement

– আঙুলের ছাপ বা মুখ শনাক্তকরণের মাধ্যমে আধার-ভিত্তিক বায়োমেট্রিক প্রমাণীকরণ ব্যবহার করতে হবে

– ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) তৈরি করতে হবে

– ডিএলসি স্বয়ংক্রিয়ভাবে পেনশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং পেনশনভোগী একটি এসএমএস কনফার্মেশন পাবেন

জীবন প্রমাণে রেজিস্টারড পেনশনভোগীরাই কেবল এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। পুনর্বিবাহিত বা পুনর্নিযুক্ত পেনশনভোগীরা এই পদ্ধতির জন্য যোগ্য নন।

advertisement

পরিবারের কোনও সদস্য কি পেনশনভোগীর হয়ে এটি জমা দিতে পারবেন?

না। পেনশনভোগীকে ব্যক্তিগতভাবে জমা দিতে হবে। তবে, ডিজিটাল পদ্ধতি এবং বাড়িতে বায়োমেট্রিক পরিষেবা বয়স্ক বা অচল পেনশনভোগীদের জন্য ব্যাঙ্কের শাখায় না গিয়েও প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব করে তোলে।

আরও পড়ুন: আধার নথির নতুন নিয়ম, UIDAI তালিকা আপডেট করেছে; দেখে নিন এখন কী চলবে আর কী চলবে না

advertisement

বিদেশে বসবাসকারী পেনশনভোগীরা কীভাবে তাঁদের সার্টিফিকেট জমা দিতে পারেন?

সরকার বিদেশে বসবাসকারী পেনশনভোগীদের জন্য সরলীকৃত পদ্ধতি জারি করেছে। তাঁরা ভারতীয় দূতাবাস, কনস্যুলেট বা বিদেশে অনুমোদিত কর্মকর্তাদের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করাতে পারেন। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জারি করা নির্দেশিকা অনুসরণ করে নোটারাইজড লাইফ সার্টিফিকেটও অনুমোদিত।

৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না দিলে কী হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় আচমকা হলটা কী! সাগরপাড়ে ছুটে এল কাতারে কাতারে মানুষ, উপচে পড়ল মানুষের ঢল
আরও দেখুন

যদি সময়মতো জমা না দেওয়া হয়, তাহলে পেনশন প্রদান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পর, তাঁরা তা মঞ্জুর করার পরেই আবার পেনশন আগের মতো আসতে থাকবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Life Certificate জমা দেওয়ার শেষ তারিখ তো চলেই এল, জেনে নিন ৩০ নভেম্বরের আগে পেনশনভোগীদের কী করতেই হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল