TRENDING:

LIC IPO: বাজারে আইপিও আনছে এলআইসি, পলিসি থাকলে যে ৫ বিষয় আপনাকে জানতেই হবে!

Last Updated:

LIC IPO: এর প্রস্তাবিত বাজার মূল্য হতে পারে প্রায় ১০ লক্ষ কোটি টাকা। যা বহু বিনিয়োগকারীর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আপাতত এলআইসি-র উপর শ্যেন দৃষ্টি রেখেছেন বিনিয়োগকারীরা। কারণ বাজারে আইপিও ছাড়ছে দেশের সর্ববৃহৎ বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া। এর প্রস্তাবিত বাজার মূল্য হতে পারে প্রায় ১০ লক্ষ কোটি টাকা। যা বহু বিনিয়োগকারীর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে।
বাজারে আইপিও আনছে এলআইসি, পলিসি থাকলে যে ৫ বিষয় আপনাকে জানতেই হবে!
বাজারে আইপিও আনছে এলআইসি, পলিসি থাকলে যে ৫ বিষয় আপনাকে জানতেই হবে!
advertisement

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জানিয়েছে, এই আইপিওর আওতায় জারি করা শেয়ারের প্রায় ১০ শতাংশ সংস্থার পলিসি হোল্ডারদের জন্য সংরক্ষণ করে রাখা থাকবে। তাঁরা কিছু ক্ষেত্রে বিশেষ ছাড়ও পাবেন। প্রসঙ্গত, তাঁরা অন্য বিনিয়োগকারীদের তুলনায় অনেকটা সস্তাতে শেয়ার কিনতে পারবেন। এলআইসি-র বিমা গ্রাহকরা যাতে শেয়ার ক্রয়ে আগ্রহ দেখান, সেই কারণেই এমন উদ্যোগ। এই পরিস্থিতিতে এলআইসি-র পলিসি হোল্ডার হলে যে বিষয়গুলি জানতেই হবে।

advertisement

সুবিধা: সরকার পলিসিহোল্ডারদেরকে ১০ শতাংশ ছাড় দিয়ে শেয়ার দিলেও শেয়ার বাজারে তালিকাভুক্তির পরে এলআইসির মূল্য ১০ থেকে ১৫ লক্ষ কোটি টাকা হতে পারে। প্রায় ১০ লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ সহ সেবির নিয়ম অনুসারে, এলআইসিকে কমপক্ষে ৫৫,০০০ কোটি টাকার আইপিও আনতে হবে এবং যদি বাজারের ক্যাপটাল ১৫ লক্ষ কোটি টাকা ধরা হয়, তবে তার আইপিও আনতে হবে ৮০,০০০ কোটি টাকা।

advertisement

আরও পড়ুন-মেট্রোর পরে এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে গাড়ি ! টানেল তৈরি হচ্ছে কলকাতায়

বিডিং: আইপিও-তে ইকুইটি শেয়ারগুলি সমস্ত সফল দরদাতাকে শুধুমাত্র ডিমেরিয়ালাইজড ফর্মে বরাদ্দ করা হবে। যার অর্থ আবেদন করার জন্য বিনিয়োগকারীর নিজস্ব ডিম্যাট অ্যাকাউন্ট থাকতেই হবে। একজন পলিসিহোল্ডার তাঁর স্ত্রী বা পুত্র বা আত্মীয়ের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আবেদন করতে পারবেন না। ব্লকড অ্যামাউন্ট এবং ইউপিআই মেকানিজম দ্বারা সমর্থিত অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে বিড করা যাবে। খসড়া প্রসপেক্টাস অনুসারে, ডিসকাউন্টের পরে একজন পলিসিহোল্ডারের জন্য বরাদ্দের মোট মূল্য ২ লাখের বেশি হতে পারে না। আইপিও-তে বিডিং করা হয় 'লট'-এ। অর্থাৎ, ন্যূনতম সংখ্যক শেয়ার যা একজন বিনিয়োগকারীকে বিড করতে হবে। 'লটে' শেয়ারের সংখ্যা কোম্পানির দেওয়া ইস্যু মূল্যের উপর নির্ভর করে।

advertisement

জয়েন্ট লাইফ পলিসি: ইক্যুইটি শেয়ারের জন্য দুইজন পলিসিধারীর একজন আবেদন করতে পারেন। আবেদনকারীর প্যান নম্বর পলিসি রেকর্ডে আপডেট রাখতে হবে।

আরও পড়ুন - সর্বনাশ! ওমিক্রনের পর এসেছে করোনার নতুন স্ট্রেন, রূপ পাল্টে আরও ভয়ঙ্কর কোভিড

যোগ্য পলিসি: যে সমস্ত পলিসির মেয়াদ শেষ হতে চলেছে, পলিসি তুলে নেওয়া হয়নি বা পলিসিহোল্ডারের মৃত্যুর পরও যে চালিয়ে যাওয়া হচ্ছে, সেই সমস্ত পলিসি হোল্ডাররাও আবেদন করতে পারবেন। মনে করা হচ্ছে, সরকার এই শেয়ারের মূল্য সাধারণ মধ্যবিত্তদের নাগালের মধ্যেই রাখতে চলেছে। শেয়ারের বাজারমূল্য হতে পারে প্রায় ১০ লক্ষ কোটি টাকা।

advertisement

এলআইসি কর্মী: অনেক এলআইসি কর্মীরও জীবন বিমা আছে। তাঁরাও আইপিঅ-র জন্য আবেদন করতে পারবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

লক ইন পিরিয়ড: কোনও লক ইন পিরিয়ড নেই। পলিসি হোল্ডাররা চাইলে যে কোনও সময় ইকুইটি শেয়ার বিক্রি করতে পারবেন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC IPO: বাজারে আইপিও আনছে এলআইসি, পলিসি থাকলে যে ৫ বিষয় আপনাকে জানতেই হবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল