TRENDING:

Buying used cars: শহরে বাড়ছে ব্যবহৃত গাড়ির চাহিদা; গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের লক্ষ্য নিয়েছে এই সংস্থা

Last Updated:

শুধু তা-ই নয়, গাড়ি ক্রয়ের পছন্দের পদ্ধতির ক্ষেত্রে প্রায় ৯৪ শতাংশ গ্রাহক বেছে নিচ্ছেন হোম ডেলিভারি অপশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রাণবন্ত শহর কলকাতায় তাৎপর্যপূর্ণ ভাবে বাড়ছে ব্যবহৃত গাড়ির চাহিদা। এমনকী বেড়েছে হোম ডেলিভারির চাহিদাও। এই রিপোর্ট প্রকাশ করেছে ব্যবহৃত বা পুরনো গাড়ি বিক্রয়কারী সংস্থা স্পিনি। সংস্থার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, হোম টেস্ট ড্রাইভের বিষয়ে গ্রাহকদের ঝোঁক বাড়ছে। শুধু তা-ই নয়, গাড়ি ক্রয়ের পছন্দের পদ্ধতির ক্ষেত্রে প্রায় ৯৪ শতাংশ গ্রাহক বেছে নিচ্ছেন হোম ডেলিভারি অপশন। এর পাশাপাশি প্রায় ৭০ শতাংশ গ্রাহক গাড়ি বুক করছেন অনলাইনে। আর বাকিরা বেছে নিচ্ছেন অফলাইন বিকল্প।
শহরে বাড়ছে ব্যবহৃত গাড়ির চাহিদা; গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের লক্ষ্য নিয়েছে এই সংস্থা
শহরে বাড়ছে ব্যবহৃত গাড়ির চাহিদা; গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের লক্ষ্য নিয়েছে এই সংস্থা
advertisement

সমীক্ষা থেকে গ্রাহকদের আরও আকর্ষণীয় প্রবণতার কথা প্রকাশ্যে এনেছে স্পিনি। যা গাড়ির বাজারে রীতিমতো মান নির্ধারণ করেছে। সেই সঙ্গে গ্রাহকদের সেরা অভিজ্ঞতাও প্রদান করবে। গবেষণা অনুযায়ী, ২৩ বছর থেকে ৩৫ বছর বয়সী চাকরিজীবীদের মধ্যে মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার প্রবণতা লক্ষ্য করা যায়। কলকাতার গ্রাহকদের মধ্যে আবার হ্যাচব্যাক গাড়ির চাহিদাও রয়েছে। আর সবথেকে পছন্দের গাড়ির তালিকায় রয়েছে Maruti, Hyundai, Renault-এর মতো সংস্থার গাড়ি। তবে সবথেকে বেশি চাহিদা লক্ষ্য করা গিয়েছে Wagon R 1.0, Kwid এবং Alto 800 মডেলের গাড়ির। এছাড়া আবার কলকাতার গ্রাহকরা নীল, ধূসর এবং লাল রঙের গাড়িই বেশি পছন্দ করেন।

advertisement

আরও পড়ুন- শূন্যে সাইকেল চালিয়েছেন কখনও? দুর্গাপুরে অ্যাডভেঞ্চার নিয়ে হাজির ‘এয়ার সাইকেল’

এই প্রসঙ্গে কলকাতার সিটি হেড অর্ক আঢ্য জানিয়েছেন যে, “কলকাতায় ব্যবহৃত গাড়ির বাজার অত্যন্ত আশাপ্রদ বলে প্রমাণিত হয়েছে। স্পিনি স্বচ্ছতার উপর জোর দিয়েছে। ফলে শহরের মানুষ এটাকে ভরসাযোগ্য প্ল্যাটফর্মের স্বীকৃতি দিয়েছে। আর আমরাও শহর এবং সংলগ্ন অঞ্চলের গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের জন্য বদ্ধপরিকর। তার জন্য আমরা পণ্য উদ্ভাবন, পরিষেবা ডেলিভারির উপর জোর দিচ্ছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সাম্প্রতিক কয়েক বছরে তাৎপর্যপূর্ণ ভাবে বেড়েছে গ্রাহকের সংখ্যা। এমনই উত্থানের সাক্ষী স্পিনি। এর পাশাপাশি ব্যতিক্রমী পরিষেবার জন্য এর খ্যাতিও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ধরনের পণ্য উদ্ভাবন এবং ডেডিকেটেড টিমের মাধ্যমে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের গ্রাহকদের গাড়ি কেনার দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করার লক্ষ্য নির্ধারণ করেছে স্পিনি।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Buying used cars: শহরে বাড়ছে ব্যবহৃত গাড়ির চাহিদা; গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের লক্ষ্য নিয়েছে এই সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল