TRENDING:

জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার আগে অবশ্যই এই কাজটি করবেন ....

Last Updated:

আপনার যদি জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাঙ্কে যাওয়ার আগে সহজেই চেক করে নিন যে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন চলছে ৷ বন্ধ রয়েছে দিন মজুর ও শ্রমিকদের কাজ ৷ ফলে আয়ও নেই ৷ এরকম একটি পরিস্থিতি সাধারণ মানুষের সাহায্যের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় সরকারের তরফে আগামী ৩ মাসের জন্য প্রত্যেক মাসে মহিলাদের জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ মে মাসের টাকা পাঠানো ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সরকার ৷ এর আগে এপ্রিল মাসে টাকা পাঠানো হয়েছিল ৷
advertisement

আপনার যদি জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাঙ্কে যাওয়ার আগে সহজেই চেক করে নিন যে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা ৷ দুটি সহজ উপায়ে আপনি এটি করতে পারবেন ৷ এছাড়া ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়েও জানতে পারবেন কিন্তু তার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে ৷

ভারতীয় স্টেট ব্যাঙ্ক সেই জন্য তাদের গ্রাহকদের মিসড কলের মাধ্যমে ব্যালেন্স জানার সুবিধা দিচ্ছে ৷ জনধন অ্যাকাউন্ট থাকলে 18004253800 বা 1800112211 নম্বরে ফোন করে ব্যালেন্স জানতে পারবেন ৷ তবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ফোন করতে হবে ৷ এছাড়া রেজিস্টার্ড নম্বর থেকে 9223766666 কল করেও ব্যালেন্স জানতে পারবেন ৷ প্রতিটি ব্যাঙ্কের ক্ষেত্রে এই নম্বর আলাদা হয় ৷

advertisement

এর পাশাপাশি PFMS পোর্টালে গিয়ে জনধন অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷ এর জন্য https://pfms.nic.in/NewDefaultHome.aspx# ওয়েবসাইটে ক্লিক করতে হবে ৷ এরপর Know Your Payment এ ক্লিক করতে হবে ৷ খুলে যাবে একটি নতুন পেজ ৷ সেখানে প্রথমে ব্যাঙ্কের নাম ও অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ৷ এরপর ক্যাপচা কোড দিয়ে সার্চ করতেই পেয়ে যাবেন সমস্ত তথ্য ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত মাসে প্রায় ৩২ কোটির বেশি গরিব মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অনুযায়ী ২৯৩৫২ কোটি টাকা আর্থিক সাহায্য করেছে ৷ গত ১৩ এপ্রিল ২০২০ মোট ৯৯৩০ কোটি টাকা ট্রান্সফার করা হয় ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার আগে অবশ্যই এই কাজটি করবেন ....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল