এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড – ইক্যুইটি: ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এই ফান্ড চালু হয়। ফান্ডের মোট এইউএম ৩৮০১.৬৮ কোটি টাকা। রেগুলার প্ল্যানে ১৯ শতাংশ বার্ষিক রিটার্ন এবং পাঁচ বছর মেয়াদের ডিরেক্ট প্ল্যানে ২০.৪৯ শতাংশ রিটার্ন দিয়েছে। ফান্ডের ব্যয় অনুপাত ১.৯৫ শতাংশের ক্যাটাগরি গড়ের বিপরীতে ১.৮৭ শতাংশ। পোর্টফোলিওতে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস এবং আরআইএল এর প্রধান স্টকগুলির সঙ্গে ফান্ডের ৮৮.৯৯ শতাংশ ইক্যুইটিতে রয়েছে। পাঁচ বছর আগে ফান্ডের রেগুলার প্ল্যানে ১০ হাজার টাকা এসআইপি করলে আজ ১,০৬১,৬৫৪ টাকা হাতে আসত।
advertisement
আরও পড়ুন: মহিলাদের জন্য পোস্ট অফিসে রয়েছে একাধিক বিশেষ স্কিম, মিলবে বিরাট রিটার্ন
এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড হাইব্রিড ইক্যুইটি প্ল্যান: ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই ফান্ডের বর্তমান এইউএম ১,১৫.০১ কোটি টাকা। রেগুলার প্ল্যানে ১৪.৫০ শতাংশ এবং ডিরেক্ট প্ল্যানে ১৫.৯৪ শতাংশ বার্ষিক রিটার্ন মিলেছে। এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আরআইএল, এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ৬৬টি স্টকের একটি পোর্টফোলিওতে এর প্রধান স্টক। রেগুলার প্ল্যানে ১০ হাজার টাকার মাসিক এসআইপি করলে আজ ৯০৬,১৬২.৬ টাকা রিটার্ন পাওয়া যেত।
টাটা রিটায়ারমেন্ট সেভিংস প্রোগ্রেসিভ: হাউজ অফ টাটা মিউচুয়াল ফান্ড ২০১১ সালের নভেম্বরে এই ফান্ড বাজারে আনে। রেগুলার প্ল্যানে গত পাঁচ বছরে ১৩.২৮ শতাংশ বার্ষিক রিটার্ন মিলেছে। ডিরেক্ট প্ল্যানে বার্ষিক রিটার্নের পরিমাণ ১৫.০৯ শতাংশ। পাঁচ বছর আগে ফান্ডের রেগুলার প্ল্যানে প্রতি মাসে ১০ হাজার টাকার মাসিক এসআইপি করলে আজ তা ৮৫৪,৪৩৫.৯০ টাকা হয়ে যেত।
আরও পড়ুন: ATM মেশিন তো শুনেছেন ? BTM-এর কথা জানেন কি?
টাটা রিটায়ারমেন্ট সেভিংস মডারেট: হাউজ অফ টাটা মিউচুয়াল ফান্ডের এই ফান্ড গত পাঁচ বছরে রেগুলার প্ল্যানে ১২.৩৪ শতাংশ এবং ডিরেক্ট প্ল্যানে ১৪ শতাংশ বার্ষিক রিটার্ন মিলেছে। এই প্ল্যানে ১০ হাজার টাকার মাসিক এসআইপি করলে আজ ৮৩৮,৬০৫.১২ টাকা হাতে আসত।
নিপ্পন ইন্ডিয়া রিটায়ারমেন্ট ফান্ড ওয়েলথ ক্রিয়েশন স্কিম: অত্যন্ত উচ্চ ঝুঁকির এই ফান্ড চালু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। পাঁচ বছরের রেগুলার প্ল্যান বার্ষিক ১১.২৫ শতাংশ এবং ডিরেক্ট প্ল্যান ১২.৩৯ শতাংশ রিটার্ন দিয়েছে। ৫৭ স্টকের পোর্টফোলিওতে ফান্ডের প্রধান স্টক হল, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিয়ালেন্স ইত্যাদি।