TRENDING:

Government Schemes: শুধু মহিলাদের জন্য কেন্দ্রের এই জনপ্রিয় প্রকল্পগুলি জানেন? ঘরে বসেই পাবেন সুবিধা!

Last Updated:

শিক্ষা এবং আর্থিক নিরাপত্তার লক্ষ্যে কিছু স্কিম চালু করেছে ভারত সরকার। দেখে নেওয়া যাক সেগুলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুধুমাত্র মহিলাদের জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার। নারী ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। দেশের মহিলারা এর সুফল পাচ্ছেন। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন তাঁরাও।
advertisement

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য, জীবনের সব ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো। সে জন্য শিক্ষা এবং আর্থিক নিরাপত্তার লক্ষ্যে কিছু স্কিম চালু করেছে ভারত সরকার। দেখে নেওয়া যাক সেগুলো।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা: মহিলাদের জন্য কেন্দ্র সরকারের সবচেয়ে সফল স্কিম হল উজ্জ্বলা প্রকল্প। ২০১৬ সালের ১ মে এই স্কিম চালু হয়।

প্রকল্পের অধীনে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হয়। এখনও পর্যন্ত দেশের ৮.৩ কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

advertisement

আরও পড়ুন: বাইরে গিয়ে আর লাইনে নয়! বাড়িতে বসে কয়েক মিনিটে করুন আধারের এই কাজ, জানুন পদ্ধতি

বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম: ২০১৫ সালের ২২ জানুয়ারি শুরু হয় ‘বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম’। এই প্রকল্পের উদ্দেশ্য হল, কন্যা শিশুর লিঙ্গ অনুপাত হ্রাস করে নারী ক্ষমতায়ন।

গার্হস্থ্য হিংসার শিকার হলেও এই স্কিমে সাহায্য পাওয়া যায়। পুলিশ, আইনি এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এর জন্য টোল ফ্রি ১৮১ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন মহিলারা।

advertisement

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ সুমন যোজনা: এই প্রকল্পের অধীনে হাসপাতাল বা প্রশিক্ষিত নার্সদের তত্বাবধানে প্রসবের যাবতীয় সুবিধা পান মহিলারা। প্রসবের সময় মা ও তাঁর সন্তানের স্বাস্থ্যের যথাযথ যত্ন নেওয়াই এর লক্ষ্য। ২০১৯ সালের ১০ অক্টোবর এই প্রকল্প চালু হয়।

আরও পড়ুন: প্রতিদিনের সমস্যার মধ্যেই লুকিয়ে সফল ব্যবসার বীজ, আইডিয়াকে ব্যবহার করেই মালামাল

advertisement

এই প্রকল্পের আওতায় গর্ভবতী মহিলা এবং নবজাতকের জীবনের সুরক্ষার জন্য সরকার বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে। উদ্দেশ্য হল মা ও নবজাতকের মৃত্যু রোধ করা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মহিলা শক্তি কেন্দ্র যোজনা: নারীর সুরক্ষা এবং ক্ষমতায়নের লক্ষ্যে ২০১৭ সালে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এই প্রকল্প চালু করে। সামাজিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিটি গ্রামের মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের সম্ভাবনা উপলব্ধি করার জন্য কাজ করা হয়। এই প্রকল্পটি জাতীয়, রাজ্য এবং জেলা স্তরে কাজ করে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Government Schemes: শুধু মহিলাদের জন্য কেন্দ্রের এই জনপ্রিয় প্রকল্পগুলি জানেন? ঘরে বসেই পাবেন সুবিধা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল