ক্রিপ্টো দুনিয়ার জনপ্রিয় দুই কারেন্সি হল বিটকয়েন এবং ইথেরিয়াম। দুটি মুদ্রারই ভ্যালু ২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। যদিও ইথেরিয়াম গত এক সপ্তাহে ১২ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। শীর্ষ ১০ ক্রিপ্টোকারেন্সির ভ্যালু ধরলে, টেরা লুনা প্রায় ৩ শতাংশ লাভ করেছে। যদিও বিটকয়েনের ভ্যালু নিম্নমুখী।
আরও পড়ুন: ৩১ মার্চ থেকে চেকে আর টাকা দেওয়া যাবে না মিউচুয়াল ফান্ডে, কেন এই সিদ্ধান্ত?
advertisement
কয়েনমার্কেটক্যাপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখার সময় বিটকয়েন ২.৫৯ শতাংশ কমে ৪০,৮৩৩.৪৮ মার্কিন ডলারে ট্রেড করছে। একই সময় পতন হয়েছে ইথেরিয়াম-এরও। বাজারে এর দাম ২.৯৩ শতাংশ কমে হয়েছে ২,৮৪৬.২৪ মার্কিন ডলার। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ক্রিপ্টো বাজারের ৪২.০ শতাংশ দখল করে রেখেছে বিটকয়েন। পাশাপাশি বাজারের ১৮.৫ শতাংশ ইথেরিয়ামের দখলে।
আরও পড়ুন: স্টার্ট আপ বিনিয়োগকারীদের স্বস্তি, বড় আপডেট দিল কেন্দ্র, কী কী সুবিধা হবে!
কোন কয়েন কত পড়ল দেখে নেওয়া যাক একনজরে-
১। বিএনবি-র মূল্য দাঁড়িয়েছে ৩৮৮.৮৫ ডলার। কমেছে ১.৯০ শতাংশ।
২। শিবা ইনুর মূল্যে মারাত্মক পতন হয়েছে। বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ০.০০০০২২৬ ডলার। কমেছে ৪.৭৮ শতাংশ।
৩। সোলানা-র দামও নিম্নমূখী। ৩.৪০ শতাংশ দাম কমে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ৮৭.৭২ ডলার।
৪। গত কয়েকদিন ক্রমাগত বৃদ্ধির পর কার্ডানোর দাম কমেছে ২.৬৫ শতাংশ। বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ০.৮৭৩৮ ডলার।
৫। দুদিন আগেই ২ শতাংশ বেড়েছিল ডজকয়েন। কিন্তু হোলি মিটতেই ফের মুখ থুবড়ে পড়েছে। দাম কমেছে ২.৪২ শতাংশ। বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ০.১১৯৪ শতাংশ।
৬। এক্সআরপি-র মূল্য দাঁড়িয়েছে ০.৭৯৯৯ ডলার। কমেছে ১.৮৫ শতাংশ।
৭। বড়সড় পতন হয়েছে এভালঞ্চ-এরও। ৩.৬২ শতাংশ দাম পড়েছে। বর্তমানে এর বাজারদর দাঁড়িয়েছে ৮৫.১৩ ডলার।
৮। তবে টেরা লুনার দাম ধারাবাহিকভাবে পড়ছে। ২.৯৯ শতাংশ দাম কমে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ৯৪.২০ ডলার।
আরও পড়ুন: এক বছরে ১০০০ শতাংশ রিটার্ন দিয়েছে টাটা গ্রুপের এই স্টক, আপনার কাছে আছে?
দাম বেড়েছে যাদের: তবে এর মধ্যেও বেশ কয়েকটি ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে। এর মধ্যে অন্যতম নেকোকয়েন, পোলকাচিপার এবং রেভোলোটো। একলাফে ২৮১.০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে নেকোকয়েন। পোলকাচিপার-ও এর কাছাকাছি গিয়েছে। এর দাম বেড়েছে ২৪২.১১ শতাংশ। তিন নম্বরে রয়েছে রেভোলোটো। যা ১৫৯.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।