স্মার্ট বিটা
শেয়ার বাজারে বিনিয়োগের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হল স্মার্ট বিটা। এটি হল এক ধরনের নিয়ম আধারিত বিনিয়োগের টেকনিক। এটি অ্যালগরিদমের প্রয়োগ করে উপযুক্ত সময় বেছে নেওয়ার জন্য বিভিন্ন ডেটার অ্যানালিসিস করে। বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অ্যাপ বেসড ব্রোকিং কোম্পানি এই স্মার্ট বিটা টেকনিকের ব্যবহার করছে। ২০১৬ সালে এই টেকনিকের ব্যবহার প্রথম করতে দেখা গিয়েছিল। এর পর করোনা মহামারীর সময় এই টেকনিকের ব্যবহার আবার লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: খুব সাবধান! RD-র কিস্তির টাকা দিতে দেরি! গুণতে হবে জরিমানা
স্মার্ট বিটার সুবিধা
এর ফলে শেয়ার বাজারে বিনিয়োগ করা যায় সহজেই। এর সাহায্যে শেয়ার বাজারের বিভিন্ন স্টকের উপযুক্ত এবং সঠিক সময় যাচাই করার ফলে বিনিয়োগকারীদের সুবিধা হয়। নিয়ম আধারিত বিনিয়োগের টেকনিক পুরো ব্যাপারটিকে আরও সহজ এবং সুরক্ষিত করে তুলেছে। এর সাহায্যে বিভিন্ন স্টক কোম্পানি এবং বিনিয়োগকারীদের মধ্যে লেনদেনের বিষয়টি সহজ হয়।
ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা
স্মার্ট বিটার সাহায্যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অ্যাপ বেসড ব্রোকিং কোম্পানির সুবিধা হয়েছে। এর মাধ্যমে সহজেই শেয়ার বাজারে বিনিয়োগ করা যায়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যাবহার করে যে কেউ নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট খুলে শেয়ার বাজারে ট্রেডিং শুরু করতে পারে। বর্তমানে ভারতে এই ধরনের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অ্যাপ বেসড ব্রোকিং কোম্পানি রয়েছে যারা স্মার্ট বিটার সাহায্যে শেয়ার বাজারে বিনিয়োগ করে মুনাফা লাভ করছে।
আরও পড়ন : Post Office RD: পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করলেই ব্যাপক লাভ, ভবিষ্যত গড়তে তুমুল সাহায্য করে
স্মার্ট বিটার সাহায্যে বিনিয়োগের সেরা সময়
বর্তমানে স্মার্ট বিটার সাহায্যে শেয়ার বাজারে বিনিয়োগ করার এটাই সেরা সময়। স্মার্ট বিটা শেয়ার বাজারের বিভিন্ন বাধা দূর করে আর্থিক লেনদেন সুরক্ষিত ও সহজ করে তোলে। এটি সঠিক দিশা দেখাতে সাহায্য করে, যার ফলে বিনিয়োগকারীদের বিনিয়োগের টাকা সুরক্ষিত থাকে। স্মার্ট বিটার টেকনিক শেয়ার বাজারের খারাপ সময়েও বিনিয়োগের টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করে ভালো রিটার্ন দেওয়ার জায়গা প্রস্তুত করতে সক্ষম।