ভারতী এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়ার বিরুদ্ধে রিল্যায়েন্স জিওকে ইন্টারকানেক্টিভিটি না দেওয়ার অভিযোগ এনেছিল জিও ৷ এর ফলে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ফোনে কথা বলতে পারছিলেন না গ্রাহকরা ৷ ইন্টার কানেকশন না দেওয়ায় জিও-র ৭৫ শতাংশ কল কানেক্ট করা সম্ভব হচ্ছে না ৷ এই পুরো বিষয়টিকে রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি “the newbie being ragged by the big boys” বলে বর্ণনা করেছিলেন ৷ তবে free-calls-for-life plans- এর জন্য ট্রাইয়ের তরফে জিওকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় ৷ তবে ট্রাইয়ের তরফে আরও জানানো হয় ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত জিওর ওয়েলকম অফার শেষ করতে হবে ৷
advertisement
জিও মুখপাত্র জানান, ‘গ্রাহকরা বিনামূল্যে ভয়েস কল ও ডেটে পরিষেবার সুবিধা পাবেন ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত ৷ যারা ৩ ডিসেম্বর পর্যন্ত ‘ফ্রি ওয়েলকাম অফার’-এ রেজিস্ট্রি করাবেন তাঁরাই ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ফ্রি পরিষেবা পাবেন।
তবে যদি ইন্টারকানেক্টিভিটির অভাবের দরুণ ভয়েস কলে বিভ্রাট যেমন হচ্ছে, তেমনি ডেটা সার্ভিস ঠিক করে কাজও করছে না। জিও কী ধরনের পরিষেবা দিতে চাইছে, তা ফ্রি-তে পরখ করার অধিকার রয়েছে গ্রাহকদের। ফ্রি মেয়াদ বাড়ানোর জন্য ট্রাই-এর কাছ থেকে কোনও অনুমতির প্রয়োজন নেই বলেই দাবি করা হয়েছে সংস্থার তরফে ৷ তাই ফের ১ জানুয়ারি থেকে ফের ফ্রি রেজিস্ট্রেশন চালু করতে পারে জিও।