আরও পড়ুন- বাজেটে মিলল অর্থ, ফের কাজে অগ্রগতি হতে পারে শালিমার স্টেশন আধুনিকীকরণের
রিলায়েন্স জিও-র (Reliance Jio) ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের ৷ এখানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন আপনি ৷ অর্থাৎ সবমিলিয়ে ৪২ জিবি ডেটা পাওয়া যাবে ৷ সঙ্গে থাকছে প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস করার সুবিধাও ৷ দৈনিক ১.৫ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ১০ টাকায় টপ আপ রিচার্জ করতে পারেন ৷ অর্থাৎ অনেক কম খরচেই বেশ কিছু সুবিধা থাকছে এই প্ল্যানে ৷
advertisement
এর পাশাপাশি সব নেটওয়ার্কে ফ্রি কলিংয়ের সুবিধাও পাবেন আপনি ৷ JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন তো রয়েছেই ৷
রিলায়েন্সের এই প্ল্যানে পাওয়া যায় ২৫জিবির ডেটা
রিলায়েন্স জিও-র ২৯৮ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিনের ৷ এর মধ্যে জিও-র গ্রাহকরা সবমিলিয়ে ২৫জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ৷ এখানে দৈনিক কোনও লিমিটেশন নেই ৷ অর্থাৎ আপনি চাইলে এক দিনেও ২৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন ৷ আপনার যেমন ভাবে প্রয়োজন, সেভাবেই ৩০ দিনের জন্য এই ২৫ জিবি ডেটা ব্যবহার করার সুবিধা পাবেন এই রিচার্জ প্ল্যানে ৷ এর পাশাপাশি প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস ৷ দেশের মধ্যে সব নেটওয়ার্কে ফ্রি কলিংয়ের সুবিধা এবং JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud অ্যাপ তো রয়েছেই ৷