TRENDING:

ফের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির জিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আইপিএলের ধামাকা অফারের পর ফের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিযে এল জিও। ভারতের অন্যতম জনপ্রিয় এই টেলিকম সংস্থা এবার গ্রাহকদের জন্য এনেছে নয়া এক্সচেঞ্জ অফার।
advertisement

এই অফার অনুযায়ী পুরনো জিও ডঙ্গেল বদল করে নতুন জিওফাই ডিভাইস নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকেরা। মাত্র 999 টাকার বদলে মিলবে জিওফাই ডিভাইস। শুধু তাই নয়, এই এক্সচেঞ্জ অফারে নতুন জিওফাই ডিভাইস নিলে গ্রাহকেরা পাবেন 2,200 টাকা ক্যাশব্যাক । এই জিওফাই ডিভাইসের মাধ্যমে একসঙ্গে দশটি ডিভাইসে ইন্টারনেট সংযোগ মিলবে।

আরও পড়ুন

advertisement

শুধু ক্যাব পরিষেবাই নয়, এবার ঘরে ঘরে খাবারও পৌঁছে দিচ্ছে উবের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে অনলাইনে নয়, এই অফারটি অফলাইনেই পাওয়া যাবে। জিও স্টোর, রিলায়েন্স স্টোর এবং বিভিন্ন মোবাইলের দোকানে পাওয়া যাবে এই নয়া জিওফাই ডিভাইস। জিওফাইটি কেনার পর সক্রিয় করার জন্য 99 টাকা দিয়ে জিও-র প্রাইম মেম্বারশিপ নিতে হবে। পরে ডিভাইসের সিমটি সক্রিয় হলে তাতে 198 টাকা বা 299 টাকার অফার রিচার্জ করার পরেই মাই জিও অ্যাকাউন্টে 2,200 টাকা ক্যাশব্যাক পাবেন জিও গ্রাহক। তবে এই অফারটি সীমিত সমযের জন্যই উপলব্ধ। অফার শেষের দিন এখনও ঘোষণা করেনি জিও ।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির জিও