২০১৬-র অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারেই খারাপ সময় শুরু হয়েছিল আইডিয়ার ৷ একবছরে ৩২৫.৬ কোটি ক্ষতির ধাক্কা সামলে উঠতে যে আইডিয়ার বেশ কিছুটা সময় লাগবে তা বলাই বাহুল্য ৷ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ ২০১৬-১৭ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রি একটা সাংঘাতিক পরিবর্তনের সাক্ষী থাকে ৷ গ্রাহকদের বিনামূল্যে ডেটা এবং কলের সুবিধা দিয়ে একটা নতুন সংস্থা বাজারে প্রবেশ করায় অনেক কিছুই বদল দেখা গিয়েছে দেশের টেলিকম সেক্টরে ৷ ’’ জিওর আবির্ভাবে গত আর্থিক বছরে ১৩.৭ শতাংশ রাজস্ব কমে গিয়েছে আইডিয়ার ৷ একবছর আগে এই একই কোয়ার্টারে যেখানে রেভেনিউ হয়েছিল ৯৫০০.৭ কোটি টাকা, সেখানে সেটা কমে দাঁড়িয়েছে ৮১৯৪.৫ কোটি টাকায় ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2017 7:53 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিওর রমরমায় গত আর্থিক বছরের চতুর্থ কোয়ার্টারে বিপুল ক্ষতি আইডিয়ার !