কী এই ধন ধনা ধন অফার ? সামার সারপ্রাইজ অফারের মতো এখানেও প্রথমে গ্রাহকদের নিজেদের সিম জিও প্রাইমে আপগ্রেড করতে হবে ৷ এরপর ৩০৯ ও ৫০৯ টাকায় রিচার্জ করতে হবে ৷ যাঁরা ইতিমধ্যেই জিও প্রাইমে সিম আপগ্রেড করেছেন, তাঁরা এই অফার তো পাবেনই ৷ পাশাপাশি যাঁরা এখনও প্রাইম মেম্বরশিপ নেননি, তাঁদের ধন ধনা ধন অফারের সুবিধা পেতে ৪০৮ টাকা দিয়ে রিচার্জ করাতে হবে ৷ এর মধ্যে জিও প্রাইম সাবস্ক্রিপশন বাবদ ৯৯ টাকা + ৩০৯ টাকার রিচার্জ ৷ এছাড়া রয়েছে ৬০৮ টাকার রিচার্জও ৷ সেখানে প্রাইম মেম্বরশিপ বাবদ ৯৯ টাকার পাশাপাশি ৫০৯ টাকার রিচার্জ করতে হবে গ্রাহকদের ৷
advertisement
৩০৯ টাকার সার্ভিস প্যাকে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১জিবি করে ৪জি ইন্টারনেট ডেটা অর্থাৎ মাসে ৩০জিবি ডেটা ৷ অন্যদিকে ৫০৯ টাকার রিচার্জ করলে পাওয়া যাবে প্রতিদিন ২জিবি করে ৪জি ডেটা, অর্থাৎ মাসে মোট ৬০ জিবি ডেটা ৷ এত কম টাকায় জিওর ধন ধনা ধন অফার সত্যি দারুণ খবর জিওর গ্রাহকদের জন্য ৷ কারণ যাঁরা ইতিমধ্যেই সামার সারপ্রাইজ অফার নিয়ে নিয়েছেন তাঁরা যেমন আগামী আরও তিন মাস জিওর সমস্ত ফ্রি অফার পাবেন ৷ পাশাপাশি যাঁরা নিজেদের সিম প্রাইমে আপ্রগেড সময়ের মধ্যে করে উঠতে পারেননি , তাঁদেরও এই ধন ধনা ধন অফারের জন্য আগামী জুন মাস পর্যন্ত জিও-র বিনামূল্যে ডেটা, কল এবং এসএমএস পরিষেবার সুবিধা নিতে আর কোনও সমস্যা থাকল না ৷
(Disclosure: News18.com is part of Network18 Media & Investment Limited which is owned by Reliance Industries Limited that also owns Reliance Jio)